close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

আবেগঘন বার্তায় সরকার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আপনারা ছিলেন সেই শক্তি, যার কারণে আমাদের পরিবার এবং পুরো জাতি মর্যাদার সঙ্গে আমার মা’র স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে।..

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন ‘যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে’ সম্পন্ন হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই কৃতজ্ঞতা জানান। তারেক রহমান তার পোস্টে বেগম জিয়ার জানাজাকে ‘ঐতিহাসিক বিদায়’ হিসেবে উল্লেখ করেন।

‘ঐতিহাসিক বিদায়’ ও কৃতজ্ঞতা তারেক রহমান তার পোস্টে লেখেন, ‘‘গতকাল, আমার জীবনের এক গভীর শোকের মুহূর্তে, আমি আমার মায়ের শেষ বিদায় দিতে পেরেছি। এটি এমন এক ঐতিহাসিক বিদায়, যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে।’’ তিনি উল্লেখ করেন, এই শান্তিপূর্ণ আয়োজন সম্ভব হয়েছে সংশ্লিষ্ট সকলের যত্ন, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে।

সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা দেশনেত্রীর অন্তিম যাত্রায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তারেক রহমান। তিনি বলেন, ‘‘আপনারা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, শোকময় পরিবেশেও মানবিকতার উদাহরণ দেখিয়েছেন।’’

পাশাপাশি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র‍্যাব এবং এপিবিএন) সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘‘আপনাদের ধৈর্য, সততা ও দায়িত্ববোধের কারণে লক্ষ-লক্ষ মানুষ নিরাপদে একত্রিত হতে পেরেছে এবং শান্তিপূর্ণভাবে ফিরে যেতে পেরেছে।’’ এছাড়া ডিজিএফআই, এনএসআই এবং স্পেশাল ব্রাঞ্চের নিবেদিত সদস্যদের অবদানের কথাও তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

প্রধান উপদেষ্টা ও সরকারের প্রতি ধন্যবাদ জাতীয় শোকের এই সময়ে পাশে থাকার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার মন্ত্রিসভার সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তারেক রহমান। তিনি লেখেন, ‘‘জাতীয় শোকের এই কঠিন সময়ে তাঁরা ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে প্রতিটি মুহূর্তে শান্তি ও যত্ন বজায় রাখতে সাহায্য করেছেন, যা আমাদের পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে অনুভূত হয়েছে।’’

এছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তাদের সমন্বয়ের প্রশংসা করেন, যার ফলে বিদেশি অতিথিরাও নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে পেরেছেন।

গণমাধ্যমের প্রতি শ্রদ্ধা বিশাল জনসমুদ্রের মধ্যে সংবাদ সংগ্রহের কঠিন দায়িত্ব পালন করায় দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, ‘‘এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশ-বিদেশের মিডিয়াকর্মীরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জানাজার নামাজ ও দাফনের খবর সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন।’’

পোস্টের শেষাংশে তারেক রহমান সবার প্রতি মানবিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘‘আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই; প্রতিষ্ঠান হিসেবে নয়, মানুষ হিসেবে। আপনারা ছিলেন সেই শক্তি, যার কারণে আমাদের পরিবার এবং পুরো জাতি মর্যাদার সঙ্গে আমার মা’র স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে।’’

Hiçbir yorum bulunamadı


News Card Generator