close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী - ফেন্সি সোহেলকে গ্রেফতার করছে র‍্যাব-১১..

GK Shohag avatar   
GK Shohag
জিকে সোহাগ, স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বালিয়াপাড়ার মকবুল হোসেনের ছেলে সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল গ্রেফতার করছেন র‍্যাব-১১।

শুক্রবার (১৩ জুন) ভোরে র‍্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, দাউদকান্দি ব্রিজের টোল-প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী সোহেল মেম্বার (৩৮) ও তার সহযোগী ফজলুল হক ফজু (৩০) গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতারকৃত আসামী সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল-এর বিরুদ্ধে নারয়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, অপহরণ, চুরি, হত্যা চেষ্টাসহ ১৪-১৫টি মামলা রয়েছে এবং তার সহযোগী ফজলুল হকের বিরুদ্ধে নারয়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসী, অপহরণ, ছিনতাইসহ ৪-৫টি মামলা রয়েছে।

তারা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয়সহ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।


জানা যায়, বিগত ইউপি নির্বাচনে ক্ষমতার দাপট দেখিয়ে ইউপি সদস্য নির্বাচিত হয় সোহেল মেম্বার। নির্বাচিত হওয়ার পর থেকে সে আরও বেপোরোয়া হয়ে উঠে, পরবর্তীতে সে অবৈধ মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের সাথে জড়িয়ে পরে, পরবর্তিতে সে এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিতি পায়।
তখন থেকেই সবার নিকট সে ফেন্সি সোহেল হিসাবে পরিচয় পায়। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। যারাই তাদের এই সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসার বিরোধিতা করে তাদেরকেই সোহেল ও তার সহযোগীরা নির্মমভাবে নির্যাতন করে। ফজলুল হক ফজু এই শীর্ষ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ী সোহেল মেম্বার ফেন্সি সোহেল এর একান্ত সহযোগী। তাদের ভয়ে এলাকাবাসী ভীত-সন্ত্রস্ত ছিল।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

没有找到评论