আ.লীগ নেতা যোশেফ আটক হয়েছেন ভারতে যাওয়ার সময়

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে মো. সানোয়ারুজ্জামান যোশেফ (৫২) আটক

ভারতে যাওয়ার চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে মো. সানোয়ারুজ্জামান যোশেফ (৫২) নামের একাধিক হত্যা মামলার পলাতক আসামিকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ জুন) সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে তার স্ত্রীও ছিলেন।
আটক যোশেফ নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে পরিচিত।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, যোশেফ মেডিকেল ভিসায় ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে তার পাসপোর্ট যাচাই-বাছাইয়ের সময় ডাটাবেজে দেখা যায়, তার নামে একাধিক হত্যা ও অন্যান্য ফৌজদারি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।


বেনাপোল ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন বলেন, “যোশেফ ভারতে প্রবেশের সময় ডাটাবেজ যাচাইয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।”


এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াছ হোসাইন মুন্সি জানান, “একাধিক মামলার আসামি যোশেফকে আটক করে যথাযথ প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে।”


বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাছেল মিয়া বলেন, “আটক যোশেফকে থানায় আনা হয়েছে। তার নামে নেত্রকোনা সদর ও খালিয়াজুড়ি থানায় একাধিক মামলা থাকায় তাকে সেখানে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

Không có bình luận nào được tìm thấy


News Card Generator