close

লাইক দিন পয়েন্ট জিতুন!

৫ রানের ব্যবধানে উইকেট নাই ৭ টি

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
আসা আর যাওয়া, কিছুক্ষণ বাংলাদেশের ঘটনা ছিলো ঠিক এমন ই। একের পর এক উইকেট হারিয়ে প্যাভিলিয়নের দিকে রওনা দিচ্ছিলেন ব্যাটসম্যানরা..

দলীয় রান যখন ১০০ রান, তখন উইকেট সংখ্যা মাত্র ১ টি। তারপর কে ভেবেছিলো, এমন ভাবে ছন্দপতন করবেন বাংলাদেশের ব্যাটাররা। এক উইকেটে ১০০ রান থেকে ১০৫ এ যেতেই সাজঘরে ফেরেন আরো সাত ব্যাটার। সব মিলিয়ে মাত্র ৫ রান যোগ করতে গিয়ে ৭ টি উইকেট হারায় মিরাজের বাংলাদেশ। 

এখন পর্যন্ত আর কোনো উইকেট হারায় নি বাংলাদেশ। ক্রিজে আছেন তানভীর ইসলাম ও জাকের আলি অনিক। প্রতিবেদন লেখা চলাকালীন দলীয় সংগ্রহ ২৮ ওভারে ১২৪ রান। 

Nenhum comentário encontrado