দলীয় রান যখন ১০০ রান, তখন উইকেট সংখ্যা মাত্র ১ টি। তারপর কে ভেবেছিলো, এমন ভাবে ছন্দপতন করবেন বাংলাদেশের ব্যাটাররা। এক উইকেটে ১০০ রান থেকে ১০৫ এ যেতেই সাজঘরে ফেরেন আরো সাত ব্যাটার। সব মিলিয়ে মাত্র ৫ রান যোগ করতে গিয়ে ৭ টি উইকেট হারায় মিরাজের বাংলাদেশ।
এখন পর্যন্ত আর কোনো উইকেট হারায় নি বাংলাদেশ। ক্রিজে আছেন তানভীর ইসলাম ও জাকের আলি অনিক। প্রতিবেদন লেখা চলাকালীন দলীয় সংগ্রহ ২৮ ওভারে ১২৪ রান।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			