বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয়, সেটি নিশ্চিত করতে হবে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যের মূল বিষয়: তারেক রহমান বলেন, ‘‘আমরা ৫ আগস্টের আগের পরিস্থিতিতে আর ফিরতে চাই না। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করতে হবে।’’ তিনি জোর দিয়ে বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করলে জাতিকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়: দেশের সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলে এসে তিনি ব্যক্তিগতভাবে সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার সঙ্গে উপস্থিত ছিলেন।
তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, সব আশা পূরণ সম্ভব না হলেও দেশের মানুষ এখন নতুন করে স্বপ্ন দেখছে।



















