close

লাইক দিন পয়েন্ট জিতুন!

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আজ, বাড়ছে না পদ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আজ প্রকাশ হচ্ছে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল। শেষ মুহূর্তে বাতিল হলো অতিরিক্ত ৪০০ পদ বাড়ানোর প্রস্তাব। বিসিএস প্রার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে হতাশা ও উত্তেজনা।..

আজ সোমবার, ৩০ জুন — দেশের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ চাকরির পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হচ্ছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, বিকেল নাগাদ পিএসসির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হবে।

এই ফলকে ঘিরে যেমন রয়েছে হাজারো পরীক্ষার্থীর উৎকণ্ঠা, তেমনি রয়েছে একরাশ হতাশাও। কারণ, প্রাথমিকভাবে ৪০০টি ক্যাডার পদ বাড়ানোর পরিকল্পনা থাকলেও, শেষ মুহূর্তে সেই প্রস্তাব বাতিল করে দিয়েছে উপদেষ্টা পরিষদ। ফলে নিয়োগ সুপারিশ কেবলমাত্র বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১,৭১০টি শূন্য পদেই সীমাবদ্ধ থাকবে

সোমবার সকালেই পিএসসির সংশ্লিষ্ট দপ্তরের দুজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রায় ৪০০ অতিরিক্ত পদ অনুমোদনের জন্য একটি প্রস্তাব উপদেষ্টা পরিষদের নিকট পাঠায়।

তবে দায়িত্বপ্রাপ্ত সূত্রের বরাতে জানা যায়, উপদেষ্টা পরিষদ সেই প্রস্তাব সরাসরি বাতিল করে দেয়। তারা বলেছে, এই শূন্য পদগুলো পরবর্তী বিসিএস অর্থাৎ ৪৫তম বা ৪৯তম বিসিএসে অন্তর্ভুক্ত করা হোক।

এই সিদ্ধান্তের ফলে ৪৪তম বিসিএস পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই নিজেদের কাঙ্ক্ষিত ক্যাডার পদ হারাতে পারেন।

২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট ১,৭১০ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগের ঘোষণা দেওয়া হয়। যার মধ্যে সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে শিক্ষা ক্যাডার, যেখানে ৭৭৬টি পদ রয়েছে।

বাকি পদগুলোতে রয়েছে:

  • প্রশাসন ক্যাডারে – ২৫০ জন

  • পুলিশ – ৫০ জন

  • পররাষ্ট্র – ১০ জন

  • আনসার – ১৪ জন

  • নিরীক্ষা ও হিসাব – ৩০ জন

  • পরিবার পরিকল্পনা – ২৭ জন

এই সংখ্যা প্রাথমিকভাবে আরও বাড়তে পারে বলে ধারণা থাকলেও, শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না।

পরীক্ষার্থীদের মধ্যে হতাশা তীব্র। বিশেষ করে যাদের অবস্থান অপেক্ষাকৃত নিচে, কিন্তু পদ বাড়লে সুপারিশপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা ছিল—তাদের জন্য এটি এক ধরনের মানসিক ধাক্কা।

অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন। কেউ কেউ বলছেন, "যখন আশা দেওয়া হয়, তখন হঠাৎ তা কেড়ে নেওয়া আরও বেশি কষ্টের।

বিশেষজ্ঞদের মতে, প্রতিবছরই বিসিএস পরীক্ষায় পদসংখ্যা নিয়ে দ্বিধা ও অনিশ্চয়তা তৈরি হয়। এটি প্রার্থীদের প্রস্তুতিতে ও মানসিক স্বাস্থ্যেও প্রভাব ফেলে।

উপদেষ্টা পরিষদের পরামর্শ অনুযায়ী, এবার বাদ পড়া শূন্য পদগুলো ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তিতে যুক্ত করা হতে পারে। ফলে ওই বিসিএসে পদসংখ্যা অনেকটাই বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

যদিও এতে ৪৪তম বিসিএসের প্রার্থীদের কোনো উপকার হচ্ছে না, তবে ভবিষ্যৎ পরীক্ষার্থীদের জন্য এটি একটি ইতিবাচক দিক হতে পারে।

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আজ প্রকাশিত হচ্ছে, তবে পদ না বাড়ানোর সিদ্ধান্ত বহু পরীক্ষার্থীর স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে। পিএসসি এখন কেবলমাত্র বিজ্ঞপ্তি অনুযায়ী পদেই সুপারিশ করবে।

এই ঘটনাকে কেন্দ্র করে অনেক প্রশ্ন উঠেছে জনপ্রশাসন ব্যবস্থাপনা ও প্রশাসনিক পরিকল্পনা নিয়ে। একটি সমন্বিত ও স্বচ্ছ পদ্ধতির অভাব আগামী বিসিএসগুলোতেও যেন না দেখা দেয়, সেটিই এখন সময়ের দাবি।

Walang nakitang komento