৩২ কোটির রাস্তায় খড় শুকানো দেখে ইলন মাস্ক অবাক! স্টারলিংক পাঠানোর সিদ্ধান্ত?

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বাংলাদেশের রাস্তার ব্যবহার দেখে হতবাক স্পেসএক্সের কর্ণধার? বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ককে চমকে দেওয়া সহজ নয়। তবে শোনা যাচ্ছে, বাংলাদেশে ঘটে যাওয়া এক ঘটন
বাংলাদেশের রাস্তার ব্যবহার দেখে হতবাক স্পেসএক্সের কর্ণধার? বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ককে চমকে দেওয়া সহজ নয়। তবে শোনা যাচ্ছে, বাংলাদেশে ঘটে যাওয়া এক ঘটনার কথা শুনে তিনিও বিস্মিত! যদিও এ বিষয়ে তাঁর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে কিছু সূত্র বলছে, এই ঘটনা তাঁর চোখ কপালে তুলেছে। ঘটনাটি সিরাজগঞ্জের একটি সড়ক নিয়ে। ২০১৪ সালে ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সয়দাবাদমোড়-এনায়েতপুর আঞ্চলিক সড়কের ধীরগতির লেন এখন ব্যবহার হচ্ছে সম্পূর্ণ ভিন্ন কাজে। স্থানীয়দের অভিযোগ, ওই সড়কটি এখন খড়ের গাদা রাখা ও গরু-ছাগল বাঁধার জন্যই ব্যবহৃত হচ্ছে! অথচ এটি তৈরির উদ্দেশ্য ছিল যান চলাচলের সুবিধা বৃদ্ধি করা। নিম্নমানের নির্মাণকাজ ও যথাযথ ব্যবস্থাপনার অভাবে সড়কটি কার্যত অকেজো হয়ে পড়েছে। ইলন মাস্কের প্রতিক্রিয়া? অবিশ্বাস্য শোনালেও কিছু অসমর্থিত সূত্র দাবি করছে, এই খবর জানার পর ইলন মাস্ক নাকি একেবারে হতবাক! তিনি নাকি বিস্মিত হয়ে বলেছেন, "হোয়্যাট দ্য…!" আরও শোনা যাচ্ছে, পুরো বিষয়টি বিশ্লেষণ করার পর তিনি নাকি তাঁর টিমকে নির্দেশ দিয়েছেন, "ওরা বড়লোক, ওদের স্টারলিংক দাও!" এই কথার ভিত্তিতেই নাকি স্টারলিংক স্যাটেলাইটের অবস্থান পরিবর্তন নিয়ে তৎপরতা শুরু হয়ে গেছে! স্যাটেলাইট বারবার স্থান পরিবর্তন করায় নাকি তার ‘মুড’ও কিছুটা খারাপ হয়ে গেছে! একটি গোপন সূত্রের ভাষ্য অনুযায়ী, ইলন মাস্ক তাঁর ঘনিষ্ঠ মহলে বলেছেন, "যে জাতি ৩২ কোটির রাস্তায় খড় শুকায়, গরু-ছাগল বাঁধে, তারা মনের দিক থেকে কত বড়লোক, সেটাই ভাবার বিষয়! আমাদের ওদের সাথেই ব্যবসা করতে হবে!" এরপর নাকি তিনি বলেছিলেন, "সুতরাং, আক্রমণ...!" বাস্তবতা নাকি হাস্যরস? এখন প্রশ্ন হলো, ইলন মাস্ক আসলেই অবাক হয়েছেন কি না, বা এই কথোপকথন সত্য কি না! তবে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সরকারি প্রকল্পের দুর্নীতি, নিম্নমানের নির্মাণকাজ, এবং দায়িত্বশীলদের উদাসীনতার কারণে এমন দৃশ্য খুব একটা বিরল নয়। ফলে, যদি বিশ্বের শীর্ষ ধনীদের একজন সত্যিই বিস্মিত হয়ে থাকেন, তবে সেটা হয়তো অবাক হওয়ার মতোই ব্যাপার নয়!
Aucun commentaire trouvé