গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
বুধবার সকালে লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর প্রবাসে থাকার সময়ে প্রবাসী ভাই-বোনদের কাছ থেকে তিনি যে ভালোবাসা, সহমর্মিতা ও সমর্থন পেয়েছেন, তা তিনি আজীবন মনে রাখবেন।
তারেক রহমান বলেন, বিভিন্ন সময়ে দেশের রাজনৈতিক সংকট ও ব্যক্তিগত দুর্দিনে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী জাতীয়তাবাদী শক্তির মানুষ তাকে ও তার পরিবারকে মানসিক সাহস ও সহযোগিতা যুগিয়েছেন। বিশেষ করে যারা বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করেন, তাদের ভূমিকা তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
বক্তব্যে তিনি জানান, আগামী ২৫ তারিখ ইনশাআল্লাহ প্রবাসীদের দোয়া ও সহযোগিতায় তিনি দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন। তবে এ সময় তিনি লন্ডনে অবস্থানরত সকল প্রবাসীর প্রতি একটি বিশেষ ও বিনীত অনুরোধ জানান।
তারেক রহমান বলেন, “আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে সেদিন কেউ এয়ারপোর্টে যাবেন না। এয়ারপোর্টে উপস্থিত হলে হট্টগোল সৃষ্টি হতে পারে এবং এতে দেশের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি দলেরও বদনাম হতে পারে। যারা এয়ারপোর্টে যাবেন না, আমি ধরে নেবো তারা দল ও সর্বোপরি দেশের সম্মান রক্ষা করছেন।”
তিনি আরও বলেন, “আমার অনুরোধের পরও যারা এয়ারপোর্টে যাবেন, আমি মনে করবো তারা ব্যক্তিগত স্বার্থে সেখানে গিয়েছেন।”
বক্তব্যের শেষাংশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবার কাছে দোয়া কামনা করে বলেন, “আপনারা আমার জন্য দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি তৌফিক দেন, আমি যে পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, সেগুলো যেন দেশের মানুষের কল্যাণে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি।”
বক্তব্য শেষে তিনি বলেন, “আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।”



















