close

লাইক দিন পয়েন্ট জিতুন!

২৩ ডিসেম্বর ভারতজুড়ে কৃষকদের মহাবিক্ষোভ: মোদি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আগামী ২৩ ডিসেম্বর দেশব্যাপী কৃষক বিক্ষোভের ডাক দিয়েছে সংযুক্ত কৃষক মোর্চা। ১৪ ডিসেম্বর সংযুক্ত মোর্চার জাতীয় সমন্বয় কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয
আগামী ২৩ ডিসেম্বর দেশব্যাপী কৃষক বিক্ষোভের ডাক দিয়েছে সংযুক্ত কৃষক মোর্চা। ১৪ ডিসেম্বর সংযুক্ত মোর্চার জাতীয় সমন্বয় কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ২১টি রাজ্যের ৪৪ জন প্রতিনিধি সর্বভারতীয় প্রতিবাদ কর্মসূচির আহ্বান জানান। পাঞ্জাব সীমান্তে কৃষক নেতার অবস্থার অবনতি বৈঠকে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করা হয় কৃষক নেতা জগজিৎ সিং ডালেওয়ালের শারীরিক অবস্থার অবনতি নিয়ে। তিনি গত ১৯ দিন ধরে পাঞ্জাব সীমান্তে অনশন চালিয়ে যাচ্ছেন, যা কৃষক আন্দোলনকে আরও তীব্রতর করেছে। সরকারকে হুঁশিয়ারি সংযুক্ত মোর্চার সংযুক্ত মোর্চা হুঁশিয়ারি দিয়ে বলেছে, বিক্ষোভ চলাকালীন যেকোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনার জন্য কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনিকে দায়ী থাকতে হবে। কৃষকদের মূল দাবিসমূহ কৃষকরা তাদের দাবিগুলো সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো: অবিলম্বে সব কৃষক সংগঠনের সাথে আলোচনায় বসতে হবে। কৃষক আন্দোলনের ওপর দমন-পীড়ন বন্ধ করতে হবে। গ্রেটার নয়ডায় আটককৃত কৃষকদের মুক্তি নিশ্চিত করতে হবে। নতুন কৃষি বিপণন নীতি প্রত্যাহার করতে হবে। কর্পোরেট নীতির বিরুদ্ধে কৃষক ও শ্রমিক ঐক্য আরও শক্তিশালী করতে হবে। কৃষি নীতির পলিসি ডকুমেন্ট জনসমক্ষে এনে সেটি প্রত্যাখ্যান করে তার প্রতিলিপি পোড়ানোর কর্মসূচি পালন করা হবে। সরকারকে গণতান্ত্রিক পথে আলোচনার আহ্বান সংযুক্ত মোর্চা প্রধানমন্ত্রী মোদিকে গণতান্ত্রিক পদ্ধতি মেনে চলার আহ্বান জানিয়েছে। একইসাথে সংগ্রামী সব কৃষক সংগঠন এবং প্ল্যাটফর্মগুলোর সাথে অবিলম্বে আলোচনার দাবি জানানো হয়েছে। এমনকি সুপ্রিম কোর্টও কৃষকদের সাথে আলোচনার পরামর্শ দিয়েছে বলে উল্লেখ করা হয়। আন্দোলনের নতুন দিক ২৩ ডিসেম্বরের এই সর্বভারতীয় বিক্ষোভে কৃষকরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে। মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, এই আন্দোলন শুধু কৃষকদের নয়, বরং শ্রমিক, সাধারণ মানুষ এবং কর্পোরেট নীতির বিরুদ্ধে প্রতিবাদীদের আন্দোলন। সংযুক্ত মোর্চার এই ডাকে ভারতজুড়ে কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কৃষকদের এই বৃহৎ বিক্ষোভ কেন্দ্র সরকারের উপর উল্লেখযোগ্য চাপ তৈরি করতে পারে।
Ingen kommentarer fundet


News Card Generator