ইংল্যান্ডের বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে হবে ফাইনাল মঞ্চ। স্বাগতিক ইংল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ৩০ জুন প্রথম প্রথম সেমিফাইনাল, ২ জুলাই দ্বিতীয় সেমিফাইনাল ও ৫ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল।
১২ দলের এই আসরের জন্য নির্ধারিত ৭ টি ভেন্যু হলো : লর্ডস, এজবাস্টন, ম্যানচেস্টার, লিডস, সাউদাম্পটন, ব্রিস্টল এবং দ্যা ওভাল ।
এই আসরে সরাসরি খেলবে ৮ টি দল। বাছাইপর্ব থেকে আসবে ৪ টি দল। বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশ কেও। বাছাইপর্ব টপকে ৪ দল জায়গা পাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। নারীদের সবচেয়ে বড় টি২০ ক্রিকেট বিশ্বকাপ হবে এটি৷
আসরের উদ্বোধনী ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনালের টিকেট কবে থেকে পাওয়া যাবে তাও জানিয়ে দিয়েছে আইসিসি। পাওয়া যাবে ২০২৫ সালের ১২ জুন থেকে। উদ্বোধনী ম্যাচের টিকিট বড়দের জন্য শুরু হবে ১৫ ব্রিটিশ পাউন্ড থেকে। তবে ছোটদের জন্য টিকেটের মূল্য রাখা হয়েছে কম। তাদের জন্য রাখা হয়েছে ৫ ব্রিটিশ পাউন্ড৷ এদিকে সেমিফাইনালের টিকিট বড়দের জন্য ২০ পাউন্ড এবং ছোটদের জন্য ১০ পাউন্ড থেকে শুরু হবে। ফাইনালের টিকিটের দাম বড়দের জন্য ৩০ পাউন্ড থেকে শুরু হবে এবং ছোটদের জন্য ১৫ পাউন্ড থেকে।