close

লাইক দিন পয়েন্ট জিতুন!

২০২৪: তারকাদের বিচ্ছেদের ঢেউ, আলোচনায় সানিয়া-মাহি-জেনিফার থেকে এ আর রহমান

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিদায়ের প্রান্তে ২০২৪, নতুন বছর ২০২৫ এর আগমন ঘনিয়ে এসেছে। বছরের এই শেষ পর্যায়ে সবাই পিছন ফিরে তাকিয়ে পুরনো স্মৃতিগুলো নিয়ে ব্যস্ত। তবে ২০২৪ বিনোদন জগতে আলোচনায়
বিদায়ের প্রান্তে ২০২৪, নতুন বছর ২০২৫ এর আগমন ঘনিয়ে এসেছে। বছরের এই শেষ পর্যায়ে সবাই পিছন ফিরে তাকিয়ে পুরনো স্মৃতিগুলো নিয়ে ব্যস্ত। তবে ২০২৪ বিনোদন জগতে আলোচনায় ছিল তারকাদের বিচ্ছেদের সুর। দেশি-বিদেশি বহু জনপ্রিয় তারকার সংসার ভেঙে গেছে এই বছরে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মিডিয়া সবখানেই আলোচনা ছিল তাদের নিয়েই। এবার ফিরে দেখা যাক সেই আলোচিত বিচ্ছেদগুলোর দিকে। সানিয়া মির্জা-শোয়েব মালিক বছরের শুরুতেই আলোচনার কেন্দ্রে ছিলেন টেনিস তারকা সানিয়া মির্জা এবং ক্রিকেটার শোয়েব মালিক। ২০ জানুয়ারি শোয়েবের তৃতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই সানিয়া-শোয়েবের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা শুরু হয়। একদিন পর সানিয়ার বোন আনামের এক বিবৃতিতে জানা যায়, তাদের বিচ্ছেদ আসলে মাসখানেক আগেই হয়ে গেছে। কাঞ্চন মল্লিক-পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায় বছরের শুরুর দিকে আইনি বিচ্ছেদের মাধ্যমে আলাদা হয়ে যান। কাঞ্চনের অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে সম্পর্কই ছিল তাদের বিবাহবিচ্ছেদের মূল কারণ। মাহিয়া মাহি-রাকিব সরকার ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি দ্বিতীয়বারের মতো বিচ্ছেদের ঘোষণা দেন ১৬ ফেব্রুয়ারি। ছেলেকে নিয়ে এখন একাই রয়েছেন মাহি। আরিফিন শুভ-অর্পিতা ২০ জুলাই দীর্ঘ সাড়ে নয় বছরের সংসার ভেঙে বিচ্ছেদের ঘোষণা দেন ঢাকাই নায়ক আরিফিন শুভ। ফেসবুকে তিনি লেখেন, বন্ধু থাকবেন, কিন্তু জীবনসঙ্গী হিসেবে আর নয়। এশা দেওল-ভরত তখতানি বলিউড অভিনেত্রী এশা দেওল ও তার স্বামী ভরত তখতানির বিচ্ছেদও ছিল বছরের আলোচিত ঘটনায়। শাশুড়ির হস্তক্ষেপের কারণে তাদের সম্পর্কের ইতি ঘটে। জেনিফার লোপেজ-বেন অ্যাফ্লেক দুই বছরের সংসারের পর ২০২৪ সালের জুলাইয়ে বিচ্ছেদের পথে হাঁটেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। হার্দিক পাণ্ডিয়া-নাতাশা স্ট্যানকোভিচ বলিউডের তারকা দম্পতি হার্দিক ও নাতাশার বিচ্ছেদও ছিল আলোচিত। দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন শেষে জুলাই মাসে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। দীপংকর দীপন-সংযুক্তা মিশু ঢাকাই সিনেমার নির্মাতা দীপংকর দীপন ও সংযুক্তা মিশু বছরের মাঝামাঝি সময়ে আলাদা হয়ে যান। তাদের দূরত্বের কারণ হিসেবে ফেসবুকে বিতর্কিত পোস্টের প্রসঙ্গ উঠে আসে। এ আর রহমান-সায়রা বানু বছরের শেষদিকে সবচেয়ে আলোচিত বিচ্ছেদ ছিল এ আর রহমান ও সায়রা বানুর। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর তাদের সম্পর্ক ঘিরে নানা গুঞ্জন শুরু হয়। রহমানের দলের বেজিস্ট মোহিনী দে-র সঙ্গে প্রেমের গুঞ্জনকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তারা। ২০২৪ বিনোদন জগতে তারকাদের বিচ্ছেদের বছর হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। নতুন বছর তাদের জীবনে শান্তি ও সাফল্য বয়ে আনবে, এমনটাই আশা।
Nema komentara