close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

২০ বছর পর পশ্চিম তীরে ইসরাইলের ট্যাংক মোতায়েন, উত্তেজনা বাড়িয়ে তোলার আশঙ্কা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইসরাইলি সেনাবাহিনী ২০ বছরেরও বেশি সময় পর পশ্চিম তীরে ট্যাংক মোতায়েন করেছে, যা সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ২০০২ সালের পর এই প্রথমবারের মতো ইসরাইলের সেনারা পশ্চিম তীরে ট্যাংক পাঠিয়েছে, যার ফলে ..

ইসরাইলি সেনাবাহিনী, দুই দশকেরও বেশি সময় পর, ২০২৩ সালের রোববার পশ্চিম তীরে ট্যাংক মোতায়েন করেছে। এর মাধ্যমে অঞ্চলটির সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নাহাল ইনফ্যান্ট্রি ব্রিগেড এবং দুভদেভান কমান্ডো ইউনিটের সেনারা পশ্চিম তীরের জেনিন সংলগ্ন কয়েকটি গ্রামে অভিযান চালিয়েছে। এই সামরিক পদক্ষেপটি সম্প্রতি উত্তর পশ্চিম তীরে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে গৃহীত হয়েছে।

সরকারি সম্প্রচার মাধ্যম কেএএন জানিয়েছে, এই ট্যাংক মোতায়েনের সিদ্ধান্ত পশ্চিম তীরে ইসরাইলের সামরিক অভিযানের সম্প্রসারণের অংশ হিসেবে নেওয়া হয়েছে। ২০০২ সালে ‘অপারেশন ডিফেন্সিভ শিল্ড’-এর সময় প্রথম এবং একমাত্র বার ইসরাইলি সেনাবাহিনী পশ্চিম তীরে ট্যাংক মোতায়েন করেছিল। তবে ২০০২ সালের পর প্রথমবারের মতো এই পদক্ষেপ নেওয়া হলো।

গত এক মাস ধরে, ইসরাইলি বাহিনী উত্তর পশ্চিম তীরে ধারাবাহিকভাবে সামরিক অভিযান চালিয়ে আসছে। ইতোমধ্যেই এই অভিযানে অন্তত ৬০ জন নিহত এবং হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসন কিছুটা কমলেও, পশ্চিম তীরে সামরিক অভিযান তীব্র হয়ে উঠেছে। এতে ৯২৩ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৭,০০০ জন আহত হয়েছেন।

আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) গত জুলাই মাসে রায় দিয়েছে যে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দীর্ঘদিনের দখল অবৈধ। আদালত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের সমস্ত অবৈধ বসতি খালি করার নির্দেশ দিয়েছে।

তবে, এই রায় সত্ত্বেও, ইসরাইলি বাহিনী পশ্চিম তীরে তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এবং ফিলিস্তিনিদের হত্যা ও উচ্ছেদ করছে। একই সঙ্গে, ইসরাইল ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলেও অবৈধ বসতি স্থাপন অব্যাহত রেখেছে।

এই ঘটনার প্রেক্ষিতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা বৃদ্ধি পেয়েছে, তবে ইসরাইলের দখলদারি এবং সামরিক অভিযানের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সূত্র: আনাদোলু এজেন্সি

No comments found