১৮ বছরের অপেক্ষার অবসান ; চ্যাম্পিয়ন বিরাটের বেঙ্গালুরু

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
জার্সি নাম্বার ১৮, এক আইপিএল ট্রফির জন্য ও অপেক্ষা ১৮ বছর। এই ১৮ জার্সি নাম্বার জার্সি গায়ে দিয়েই রাজত্ব করেছে ক্রিকেট বিশ্ব। জিতেছে ক্রিকেটের সকল ধরনের ট্রফি।..

আক্ষেপ ছিলো এক আইপিএল ট্রফির। এক আইপিএল ট্রফির জন্য এতো বছরের অপেক্ষা। এর আগে ৩ বার ফাইনালে গেলেও খালি হাতে ফিরে এসেছে। ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে খুব কাছে হতাশা নিয়ে ফিরতে হয়েছে। বিরাট কোহলি এমন একজন ক্রিকেটার যিনি ১৮ বছর ধরেই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দলের হয়ে খেলে যাচ্ছে।

ফাইনালে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৯০ রানের টার্গেট দেয় ব্যাঙ্গালুরূ। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৯০ রান করে আরসিবি। ১৯১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান করেই থেমে গেল পাঞ্জাব কিংস। ২০১৪ সালের পর আরো একবার ফাইনাল হারতে হলো প্রীতি জিনতার পাঞ্জাব কিংস'কে।

没有找到评论


News Card Generator