close

লাইক দিন পয়েন্ট জিতুন!

১৭ বছরের লড়াইকে অস্বীকার করা যাবে না: যুবদল নেতা রাসেল

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
****

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক ত্যাগ, রাজপথের লড়াই আর জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির আন্দোলনে যুক্ত থাকা নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানিয়েছেন ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল। এক আবেগঘন বার্তায় তিনি সতর্ক করে বলেন, "আন্দোলন-সংগ্রামের প্রকৃত সৈনিকদের বাদ দিয়ে নতুন মুখগুলোকে আশ্রয় দিলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।"

বার্তায় তিনি বলেন “আপনি গত ১৭ বছর লড়াই করেছেন, রাস্তায় ঘুমিয়েছেন, অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। কে তখন আপনার খবর রেখেছে? কেউ না। খবর রেখেছে আপনার মা, আপনার বাবা, রাজনৈতিক সহকর্মীরা এবং একজন, যিনি কখনো ভুলেননি-তিনি তারেক রহমান।”

রাসেল আরও বলেন “আজ যারা নতুন করে বন্ধু হতে এসেছে, তারা আপনার প্রকৃত বন্ধু না-তারা আপনার শত্রু। যখন আপনি হাসপাতালে ছিলেন, কারাগারে ছিলেন, পরিবারের পাশে কেউ ছিল না। আজ যারা হাতে ফুল নিয়ে যোগদান করতে চায়, কাল তারা প্রথম সুযোগেই আপনাকে ডুবিয়ে দেবে।”

রাসেল স্মরণ করেন, “যখন আপনি কারাগারে ছিলেন, প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিতে বাধ্য হয়েছিলেন-তখন এই নতুন আসা লোকজন কোথায় ছিল? তারা আপনাকে চেনে না, আপনাকে বোঝে না।”

তিনি স্পষ্ট করে বলেন, “আপনার স্ত্রী-সন্তান মানবেতর জীবন যাপন করেছে, কেউ পাশে দাঁড়ায়নি। আজ যারা ঘুরে ফিরে আপনাকে ঘিরে ‘বন্ধু’ সাজছে-তাদের চিনুন। ওদের আশ্রয় দিলে, ওদের নিয়ে ঘুরলে, ওরাই আপনাকে ধ্বংস করবে।”

রাসেল বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পরিষ্কার-এখন আর নতুন কোনো ধরনের যোগদান চলবে না। ভাই, আপনি যখন ১৭ বছর ধরে রাজপথে ছিলেন, পুলিশের চোখে চোখ রেখে আন্দোলন করেছেন, তখন আপনি যথেষ্ট। এখন দলের প্রয়োজন ত্যাগী কর্মীর, নতুন ভাড়াটে কর্মীর নয়।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্য ভালুকা ও আশপাশের অঞ্চলজুড়ে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ক্ষোভের বহিঃপ্রকাশ। একদিকে যারা অতীতে ত্যাগ করেছেন-জেল, মামলা, হামলার মধ্যেও মাঠে ছিলেন-তাদের মূল্যায়নের দাবির মুখে পড়েছে সংগঠন। অন্যদিকে নতুন করে দলীয় সুযোগ পেতে অনেকেই দলে আসতে চাচ্ছেন, যার প্রেক্ষিতে এই বার্তা দিয়েছে তৃণমূল নেতারা।

ভালুকার মতো মাঠঘাটের রাজনীতিতে যারা বছরের পর বছর ধরে দলীয় পতাকা ধরে রেখেছেন, আন্দোলনের সময় হন্যে হয়ে ছুটেছেন-তাদের পাশে না দাঁড়িয়ে যদি ত্যাগহীন কর্মীদের সুযোগ দেওয়া হয়, তাহলে দলের ভিতরে ভাঙন ধরতে সময় লাগবে না-এমনটাই বার্তা দিলেন যুবদল নেতা রাসেল।

没有找到评论