close
লাইক দিন পয়েন্ট জিতুন!
বগুড়ার দীর্ঘ প্রতীক্ষিত বিমানবন্দর চালুর প্রক্রিয়া নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানিয়েছেন, বগুড়া বিমানবন্দর চালু করতে ৬ হাজার ফুট রানওয়ে প্রয়োজন। বর্তমানে রানওয়ের দৈর্ঘ্য ৪৭০০ ফুট। সেক্ষেত্রে আরও ১৩০০ ফুট রানওয়ে যোগ করা হলে বিমানবন্দর চালু করা সম্ভব হবে।
রোববার (১২ জানুয়ারি) বগুড়ায় বিমানবন্দর এলাকা পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি। তিনি আরও জানান, এটি দেশের নবম বিমানবন্দর হিসেবে কার্যক্রম শুরু করতে পারে। এ উদ্যোগ সফল হলে বগুড়াসহ উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন অনেক গুণ বৃদ্ধি পাবে।
নতুন উদ্যোগ, পুরোনো স্বপ্ন
বিমানবাহিনী প্রধান জানান, এর আগে একাধিকবার সরকারকে এ বিমানবন্দর চালুর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু গুরুত্ব না পাওয়ায় তা বাস্তবায়িত হয়নি। এবার নতুনভাবে সরকারকে প্রস্তাব দেওয়া হবে। প্রয়োজনীয় বাজেট পাওয়া গেলে এক বছরের মধ্যেই স্বল্প পরিসরে এ বিমানবন্দর চালু সম্ভব হবে।
বগুড়া বিমানবন্দরের ইতিহাস
বগুড়ায় বিমানবন্দর স্থাপনের পরিকল্পনা শুরু হয় ১৯৮৭ সালে। নানা জটিলতার কারণে প্রকল্পটি থেমে যায়। পরে ১৯৯১-৯৬ মেয়াদে বিএনপি সরকারের সময় নীতিগতভাবে এ প্রকল্প চূড়ান্ত হয়। ১৯৯৫ সালে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় ১০৯ একর জমি অধিগ্রহণ করে সরকার। এরপর প্রকল্পের আওতায় রানওয়ে, অফিস ভবন, আবাসিক ভবন, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণসহ অবকাঠামো কাজ সম্পন্ন হয় ২০০০ সালে। কিন্তু বাণিজ্যিক ফ্লাইট কখনো চালু হয়নি।
উত্তরাঞ্চলের অর্থনীতির চাবিকাঠি
বগুড়া বিমানবন্দর চালু হলে উত্তরাঞ্চলে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হবে। সরকারের দ্রুত পদক্ষেপে এ প্রকল্প বাস্তবায়িত হলে এটি হবে বগুড়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের মাইলফলক।
আপনার মতামত কী? আপনি কি চান বগুড়া বিমানবন্দর দ্রুত চালু হোক? কমেন্টে জানান!
لم يتم العثور على تعليقات