close
  
  
         
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
১১ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান ও স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা
 
			 
				
					১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এবং তার স্ত্রী ফাতেমা আক্তারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (তারিখ) দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে এ মামলাগুলো দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।
প্রথম মামলা: সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানের বিরুদ্ধে
মহিববুর রহমানের বিরুদ্ধে ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে অর্জিত আয়-ব্যয়ের হিসাব আমলে নেওয়া হয়। দুদকের অনুসন্ধানে দেখা গেছে, তিনি ৭ কোটি ৬৪ লাখ ৩১ হাজার ৪৭৯ টাকার সম্পদ অর্জন করেছেন, যার জ্ঞাত আয়ের উৎস পাওয়া যায়নি। এছাড়াও, তার নামে থাকা ২৩টি ব্যাংক হিসাবে ২৩ কোটি ৭২ লাখ ৩৭ হাজার ৫৭৬ টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলে।
দ্বিতীয় মামলা: স্ত্রী ফাতেমা আক্তারের বিরুদ্ধে
মহিববুর রহমানের স্ত্রী ফাতেমা আক্তারের বিরুদ্ধে ৩ কোটি ৯২ লাখ ১৯ হাজার ৭৫২ টাকার সম্পদ অর্জন এবং তা অবৈধভাবে দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। দুদক জানায়, তার নামে থাকা ১১টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৫১ লাখ ৮৪ হাজার ৩৯৮ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অর্থ দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন লঙ্ঘন করে অবৈধ সম্পদ আড়াল করার প্রমাণ পাওয়া গেছে।
অভিযোগে সহযোগী আসামি স্বামী মহিববুর রহমান
স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনে প্রত্যক্ষ সহযোগিতার অভিযোগে মহিববুর রহমানকেও দ্বিতীয় মামলার সহযোগী আসামি করা হয়েছে।
আইন অনুযায়ী মামলা দায়ের
তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, দণ্ডবিধির ১০৯ ধারা প্রয়োগ করা হয়েছে।
দুদকের অনুসন্ধানে প্রাপ্ত এ তথ্য সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, এ মামলার মাধ্যমে তাদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				Tidak ada komentar yang ditemukan
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			