বয়স ৪০ ছুঁই ছুঁই, তবুও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে একের পর এক গোল করে চলেছেন তিনি। এবার নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন—১০০০ গোলের মাইলফলক স্পর্শ করা নিয়ে কথা বললেন তিনি। আর সেই লক্ষ্যের কথা বলতে গিয়ে তার মুখে শোনা গেল ‘ইনশাআল্লাহ’ (আল্লাহ যদি চান), যা নিয়ে মুসলিম বিশ্বে তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
গ্লোব সকার অ্যাওয়ার্ড ও রোনালদোর লক্ষ্য মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলার হিসেবে গ্লোব সকার অ্যাওয়ার্ড জয়ের পর রোনালদো নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। বিদায়ী বছরটা তার জন্য ছিল দারুণ সফল। পর্তুগালকে দ্বিতীয় নেশন্স লিগ শিরোপা জেতানোর পাশাপাশি আল নাসরের হয়েও করছেন গোলবন্যা।
১০০০ গোলের মাইলফলক স্পর্শ করা প্রসঙ্গে রোনালদো বলেন, ‘‘আমি এখনো বেশ অনুপ্রাণিত। আমি আরও অনেক শিরোপা জিততে চাই। আপনারা সবাই জানেন, আমি সেই ১০০০ গোলের সংখ্যাটা ছুঁতে চাই। যদি কোনো চোট না থাকে, তবে ইনশাআল্লাহ আমি সেই লক্ষ্যে পৌঁছাবই।’’
বিশ্বরেকর্ডের পথে ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ গোলের মালিক হওয়ার হাতছানি রোনালদোর সামনে। বর্তমানে তিনি যে ফর্মে আছেন, তাতে ২০২৬ সালের মধ্যেই এই রেকর্ড গড়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। চলতি মৌসুমে আল নাসর লিগে ১০টি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে, যেখানে রোনালদোর অবদান ছিল অনস্বীকার্য।
রোনালদোর এই আত্মবিশ্বাস এবং ‘ইনশাআল্লাহ’ বলা তার অগণিত ভক্তের হৃদয়ে নতুন করে জায়গা করে নিয়েছে। এখন অপেক্ষা কেবল সেই ঐতিহাসিক মুহূর্তটির।



















