১০ কাঠার সেই প্লট হারাচ্ছেন ‘মুজিব’ ছবির শুভ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার সেই প্লট হারাচ্ছেন অভিনেতা আরিফিন শুভ।
শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে রাজউকের ১০ কাঠার একটি প্লট পেয়েছিলেন আরিফিন শুভ। গত বছরের ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার সেই প্লট হারাচ্ছেন অভিনেতা আরিফিন শুভ। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত, হাসিনা সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া প্লট বাতিল হবে। এরই অংশ হিসেবে আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেয়া রাজউকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শুভর প্লট বাতিলের বিষয়টি নিশ্চিত করে বুধবার রাজউকের চেয়ারম্যান মে. জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার বলেছেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশে আমরা তালিকা প্রণয়নের কাজ শুরু করেছি। তবে কী পরিমাণ প্লট বাতিল হবে, তা এখনই বলা যাচ্ছে না। মূলত যেগুলো রেজিস্ট্রেশন হয় নাই, এমন শতাধিক প্লটের তালিকা তৈরি করা হয়েছে; যা বোর্ড সভায় উপস্থাপন করে বরাদ্দ বাতিল করা হবে।’ রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে আরফিন শুভকে ১০ কাঠা আর ‘চিরঞ্জীব মুজিব’ প্রযোজক লিটন হায়দারকে ৩ কাঠা আয়তনের একটি প্লট গত বছরের ২৭ নভেম্বরে রাজউকের বোর্ড সভায় বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। দুটি প্লটই বাতিল হচ্ছে। এরপর এ প্লটের বিপরীতে শুভ সরকার-নির্ধারিত টাকা জমা দিয়ে একটি চুক্তিপত্রও গ্রহণ করেন। কিন্তু সময় স্বল্পতায় তিনি এ প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে নিতে পারেননি বলে জানা যায়। ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় ‘মুজিব’ চলচ্চিত্র মুক্তি পেয়েছিল ২০২৩ সালের ১৩ অক্টোবর। এ চলচ্চিত্রে মুজিব চরিত্রে অভিনয় করতে শুভ এক টাকা পারিশ্রমিক নেয়ার কথা জানিয়েছিলেন।
No se encontraron comentarios


News Card Generator