মাত্র ১০ হাজার টাকার জন্য দুলাভাইয়ের হাতে খুন শ্যালক – যাত্রাবাড়ীতে ঘটলো মর্মান্তিক হত্যাকাণ্ড
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় মাত্র ১০ হাজার টাকার পাওনা নিয়ে কথা কাটাকাটির জেরে দুলাভাইয়ের হাতে প্রাণ গেল মো. ইয়াসিন (৩০) নামের এক যুবকের। রোববার (১ জুন) গভীর রাতে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. ইয়াসিন চাঁদপুর জেলা সদরের বাগাদি এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবুল বাশার। পরিবারসহ তিনি রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। জীবিকা নির্বাহের জন্য ইয়াসিন স্থানীয় ‘স্বপ্ন মার্কেট’-এ ‘মায়ের দোয়া’ নামের একটি হোটেল পরিচালনা করতেন।
দুলাভাইয়ের কাছ থেকে টাকা চাওয়াই কাল হলো
নিহতের স্ত্রী শারমিন আক্তার বলেন, “রাতে আমার স্বামী তার খালাতো দুলাভাই আলামিনের কাছে তার পুরনো ১০ হাজার টাকা পাওনার কথা বলে। কিন্তু সেই টাকা চাওয়া নিয়েই দুইজনের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলামিন রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আমার স্বামীকে আঘাত করে। তখন সে গুরুতর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।”
স্থানীয়রা ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থানা ও হাসপাতাল প্রশাসনের তৎপরতা
ঘটনার বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে জানান, “নিহতের মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি। তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে।”
এদিকে এই হত্যাকাণ্ড ঘিরে কাজলা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিবেশীদের অনেকে জানিয়েছেন, ইয়াসিন একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং তার সঙ্গে এ ধরনের ঘটনার আশঙ্কা কেউই করেননি।
জিজ্ঞাসাবাদ ও তদন্ত শুরু করেছে পুলিশ
ঘটনার পর থেকেই অভিযুক্ত দুলাভাই আলামিন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এটি একটি স্পষ্ট হত্যাকাণ্ড। মাত্র ১০ হাজার টাকার জন্য একজন মানুষকে এমনভাবে হত্যা করার বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। আমরা আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে তৎপর আছি।”
পারিবারিক অশান্তি নাকি পূর্ব পরিকল্পিত হামলা?
নিহতের পরিবার বলছে, আলামিন অনেক দিন ধরেই টাকার জন্য টালবাহানা করছিল এবং ইচ্ছাকৃতভাবে টাকা ফেরত দিচ্ছিল না। তারা সন্দেহ করছেন, এটি একটি পূর্ব পরিকল্পিত আক্রমণও হতে পারে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে জানিয়েছে।



















