close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

১০ ঘণ্টার উত্তেজনা শেষে সড়ক ছেড়ে সরলেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পুরান ঢাকার বকশীবাজারের বিশেষ আদালতের সামনের সড়ক অবরোধ করে থাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অবশেষে ১০ ঘণ্টা পর সরে গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ ও শিক্ষা
পুরান ঢাকার বকশীবাজারের বিশেষ আদালতের সামনের সড়ক অবরোধ করে থাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অবশেষে ১০ ঘণ্টা পর সরে গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনার পর সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে শিক্ষার্থীরা আদালত সরিয়ে নেওয়ার দাবিতে সড়ক অবরোধ শুরু করেন। বিডিআর বিদ্রোহের মামলার বিচার কার্যক্রমে ব্যবহৃত আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালত সরানোর দাবিতে তারা এই বিক্ষোভ চালান। অবরোধ চলাকালে আশপাশের সড়কে ব্যাপক যানজট দেখা দেয়। পুলিশের চকবাজার অঞ্চলের সহকারী কমিশনার মো. মাহফুজার রহমান জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিচারকের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতিতে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন। বর্তমানে পরিস্থিতি শান্ত, এবং আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ অবস্থান করছে। এর আগে আদালত প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনাও ঘটেছিল। গত ৩১ ডিসেম্বর অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মাদ্রাসা মাঠে প্রবেশ করে আদালতের দরজা-জানালা ভাঙচুর করে এবং আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক বিডিআর সদস্যদের ন্যায়বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার শাহবাগে আরেকটি ‘ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
Walang nakitang komento


News Card Generator