বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৪/০৯/২০২৪ ০৯:১১পি এম

ইরান নিজস্ব প্রযুক্তিতে রকেটের মাধ্যমে মহাশূন্যে ‘চামরান-১ স্যাটেলাইট পাঠিয়েছে

ইরান নিজস্ব প্রযুক্তিতে রকেটের মাধ্যমে মহাশূন্যে ‘চামরান-১ স্যাটেলাইট পাঠিয়েছে
নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেট ব্যবহার করে ইরান মহাশূন্যে একটি গবেষণা স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। শনিবার দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করেছে বলে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নতুন স্যাটেলাইটটির নাম চামরান-১। ৫০ কিলোগ্রাম ওজনের এই স্যাটেলাইটটি ভূপৃষ্ঠ থেকে ৫৫০ কিলোমিটার ওপরে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হয়েছে। মহাশূন্যে কী ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার কাজ করে, তা পরীক্ষা করাই এর মূল মিশন। আইআরজিসির অ্যারোস্পেস বিভাগের তৈরি করা কায়েম-১০০ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি পাঠানো হয়েছে, যা সলিড ফুয়েল ব্যবহার করে। ইরনার প্রতিবেদন অনুযায়ী, স্যাটেলাইটটি সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে এবং সেখান থেকে ইতিমধ্যেই সংকেত ভূনিয়ন্ত্রণ কক্ষে পৌঁছেছে।

ইরান জানিয়েছে, এটি তাদের ১৩তম ধারাবাহিক স্যাটেলাইট উৎক্ষেপণ। যদিও দেশটি দীর্ঘদিন ধরে কক্ষপথে স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করে আসছে, এটি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের অধীনে প্রথম উৎক্ষেপণ।

এর আগে জানুয়ারিতে ইরান একটি রকেটের মাধ্যমে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণের দাবি করেছিল। পশ্চিমা বিশ্ব ইরানের এই মহাকাশ কর্মসূচিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের অংশ হিসেবে দেখে। এই উৎক্ষেপণের ঘটনা ঘটেছে এমন এক সময়ে যখন গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের লাগাতার হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে এবং আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র আগেও বলেছে যে, ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিধিকে লঙ্ঘন করেছে এবং তেহরানকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে না জড়ানোর আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত অক্টোবরে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ