ویدیوها را پسندید

Gourob Shaha
3,592 بازدیدها · پیش 1 ماه

রিপোর্টার: গৌরব সাহা
📰 মাধ্যম: আই নিউজ বিডি (Eye News BD)

📍 নরসিংদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আজ ১৪ জুলাই ২০২৫ ইং, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাইনুদ্দিন ভুইয়া'র নেতৃত্বে অনুষ্ঠিত হয় এক বিশাল বিক্ষোভ মিছিল।
মিছিলটি শুরু হয় নরসিংদী বটতলা বাজার থেকে এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

🔶 বিক্ষোভের কারণসমূহ:
• বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ
• মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
• একটি গোপন সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশজুড়ে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত
• আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ

🔊 মিছিল থেকে বক্তারা এসব ষড়যন্ত্র ও অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।


---

📌 হ্যাশট্যাগসমূহ:

#eyenewsbd #নরসিংদী #ছাত্রদল #বিক্ষোভমিছিল #bnp #তারেকরহমান #রাজনীতি #বাংলাদেশসংবাদ #narsingdinews #নরসিংদীছাত্রদল #breakingnewsbd #রাজনৈতিকমিছিল #newsupdatebd

Gourob Shaha
8 بازدیدها · پیش 2 ماه ها

গৌরব সাহা, নরসিংদী জেলা প্রতিনিধি: Eye News Bd
নরসিংদীর রায়পুরায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার, রায়পুরার কৃতি সন্তান সোলাইমান মিয়া। 'রায়পুরা উপজেলা সেচ্ছাসেবী ফোরাম' এর উপদেস্টা পরিষদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলাইমান মিয়া তরুণ স্বেচ্ছাসেবকদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, "স্বেচ্ছাসেবামূলক কাজ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম হাতিয়ার। রায়পুরার তরুণরা যেভাবে নিজেদের উদ্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।"
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। এলাকার উন্নয়নে ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার জন্যও তিনি সকলের প্রতি আহ্বান জানান।
সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী এই অনুষ্ঠানে রায়পুরা উপজেলা সেচ্ছাসেবী ফোরামের সদস্যবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা রায়পুরা উপজেলা সেচ্ছাসেবী ফোরামের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের এই মহৎ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে ফোরামের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এক উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
#inewsbd #raipura #narsingdi #voluntarism #cid #police #communitypolicing #রায়পুরা #নরসিংদী #সেচ্ছাসেবীফোরাম #সোলাইমানমিয়া

Gourob Shaha
766 بازدیدها · پیش 2 ماه ها

📰 রিপোর্ট: গৌরব সাহা, নরসিংদী জেলা প্রতিনিধি
🎥 Eye News BDসংবাদ সম্মেলন | রায়পুরা উপজেলা বিএনপি
রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে আজ ১৪ জুন ২০২৫, শনিবার সকালে নরসিংদী প্রেস ক্লাবে আয়োজিত হয় এক জরুরি সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে চলমান অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, "একটি মহল রাজনৈতিকভাবে হয়রানি করতে পরিকল্পিতভাবে ভিত্তিহীন সংবাদ ছড়াচ্ছে।"
এসময় উপস্থিত ছিলেন রায়পুরা ও জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

🔴 পুরো ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন সত্য জানার জন্য।
📰 রিপোর্ট: গৌরব সাহা, নরসিংদী জেলা প্রতিনিধি
🎥 Eye News BD
ট্যাগ:
রায়পুরা বিএনপি, আব্দুর রহমান খোকন, সংবাদ সম্মেলন, Eye News BD, নরসিংদী সংবাদ, রাজনৈতিক অপপ্রচার, বিএনপি প্রতিবাদ, বাংলাদেশ রাজনীতি

Belhaj Badhon
15 بازدیدها · پیش 2 ماه ها

⁣পারকোল হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কতৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী-২০২৫ ও আনন্দ শোভাযাত্রা

আই নিউজ বিডি ডেস্ক
16 بازدیدها · پیش 4 ماه ها

⁣সাংবাদিকদের কাঠের চশমা খুলতে বললেন শিল্পী নাসির !

Akm Kaysarul Alam
19 بازدیدها · پیش 5 ماه ها

⁣ঈদের আগের রাতের ঢাকার চিত্র #eidmubarak #eidulfitr2025 #eid2025

Sumon Hawlader
12 بازدیدها · پیش 3 ماه ها

⁣রাস্তায় রিকশা, হকার আর যত্রতত্র যানবাহনের ভিড়ে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। কোথায় প্রশাসন?

Sumon Hawlader
394 بازدیدها · پیش 3 ماه ها

⁣সাময়িক বিরতি, কৌশলগত জমায়েত—সব প্রস্তুতি শেষে রামপুরা, বাড্ডা ও ভাটারাজোনের কর্মীরা এখন পল্টনের পথে। উত্তরের জনস্রোত রাজপথে নামছে আগুন হয়ে, মুখোমুখি হতে রাজধানীর রাজনীতির কেন্দ্রে।

Badsha Alamgir
47 بازدیدها · پیش 3 ماه ها

⁣আমি বিএনপি করি আওয়ামীলীগ আমার ঠ্যাং কেটে দিছে |
ইনুস সরকার চায়না, ইউনুস সরকার আওয়ামী লীগের হয়ে কাজ করছে।

MD JAHANGIR ALAM
36 بازدیدها · پیش 3 ماه ها

⁣রাতে আওয়ামিলীগ নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জের বাজিতপুরে ছাত্র জনতার তাৎক্ষণিক আনন্দ মিছিল।

Gourob Shaha
14 بازدیدها · پیش 4 ماه ها

গৌরব সাহা | আই নিউজ বিডি | নরসিংদী

নরসিংদীতে দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। সোমবার (তারিখ উল্লেখ করুন) সকাল থেকে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে কর্মচারীরা ব্যানার হাতে নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে:

1. বিচার বিভাগীয় কর্মচারীদের জন্য যুগোপযোগী বেতন কাঠামো নির্ধারণ।


2. কর্মস্থলে নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করা।



বিচার বিভাগীয় কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা অবহেলিত হয়ে আসছেন। বারবার দাবি জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তারা বাধ্য হয়ে শান্তিপূর্ণ কর্মবিরতির পথ বেছে নিয়েছেন।

এ বিষয়ে নরসিংদী জেলা জজ কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং দাবি পূরণের আশ্বাসও দেওয়া হয়েছে।

এই কর্মসূচির ফলে আদালতের স্বাভাবিক কার্যক্রমে সাময়িক ব্যাঘাত ঘটে।

Gourob Shaha
37 بازدیدها · پیش 4 ماه ها

গৌরব সাহা, আই নিউজ বিডি | নরসিংদী, ২৪ এপ্রিল ২০২৫

নরসিংদী জেলখানার মোড় সংলগ্ন ভেলানগর বাজারে আজ জাতীয় নাগরিক পার্টির এক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার।

সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলি, যিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং দলীয় প্রচারপত্র বিতরণ করেন।

স্থানীয় জনগণের মধ্যে এ আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই দলটির উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজনৈতিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

Gourob Shaha
229 بازدیدها · پیش 4 ماه ها

ঢাকা, ২০ এপ্রিল ২০২৫ — বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের প্রতিষ্ঠাতা পিজুষ দাস আজ এক বক্তব্যে স্পষ্ট করে বলেন, "আমরা আমাদের ৮ দফা দাবি সরকার পতনের পর নয়, বরং আওয়ামী লীগ সরকারের সময়েই ২০২৩ সালের ৮ই অক্টোবর সরকারের কাছে তুলে ধরেছি।"

তিনি আরও বলেন, "যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখনও আমরা রাজপথে ছিলাম। আমাদেরকে ভয় দেখিয়ে সরানো যায়নি। এটি তারই এক প্রমাণ। আমরা রাজনীতি বুঝি না, ধর্মনীতি বুঝি না, তবে সনাতন সম্প্রদায়ের ওপর কোনো প্রকার অন্যায়-অবিচার হলে অবশ্যই আন্দোলন করবো। এটি আমাদের সাংবিধানিক অধিকার।"

৮ দফা দাবি প্রসঙ্গে পিজুষ দাস বলেন, "এই ৮ দফা সনাতনীদের প্রাণের দাবি। তাই রাষ্ট্রের কাছে আবেদন—অতি দ্রুত যেন এই দাবিগুলো বাস্তবায়ন করা হয়।"

তিনি আরও বলেন, "আমরা রাষ্ট্রকে সর্বদাই সম্মান করি। রাষ্ট্র আমাদের মা। আর সনাতনদের রক্ষায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ সর্বদা প্রস্তুত থাকবে। এটি একটি অরাজনৈতিক সংগঠন—আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো।"

بیشتر نشان بده، اطلاعات بیشتر