Gourob Shaha
Gourob Shaha

Gourob Shaha

      |      

Iscritti

   Ultimi video

Gourob Shaha
3,592 Visualizzazioni · 1 mese fa

রিপোর্টার: গৌরব সাহা
📰 মাধ্যম: আই নিউজ বিডি (Eye News BD)

📍 নরসিংদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আজ ১৪ জুলাই ২০২৫ ইং, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাইনুদ্দিন ভুইয়া'র নেতৃত্বে অনুষ্ঠিত হয় এক বিশাল বিক্ষোভ মিছিল।
মিছিলটি শুরু হয় নরসিংদী বটতলা বাজার থেকে এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

🔶 বিক্ষোভের কারণসমূহ:
• বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ
• মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
• একটি গোপন সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশজুড়ে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত
• আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ

🔊 মিছিল থেকে বক্তারা এসব ষড়যন্ত্র ও অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।


---

📌 হ্যাশট্যাগসমূহ:

#eyenewsbd #নরসিংদী #ছাত্রদল #বিক্ষোভমিছিল #bnp #তারেকরহমান #রাজনীতি #বাংলাদেশসংবাদ #narsingdinews #নরসিংদীছাত্রদল #breakingnewsbd #রাজনৈতিকমিছিল #newsupdatebd

Gourob Shaha
3 Visualizzazioni · 1 mese fa

নরসিংদীর পাঁচদোনা মোড়ে মোসাদ্দেক হোসেন প্রধানের বিশাল গাড়ি বহর নিয়ে শোডাউন ঘিরে শহরজুড়ে চলছে তুমুল আলোচনা।
স্থানীয় রাজনীতি এবং জনসাধারণের মধ্যে এই শোডাউনকে ঘিরে উত্তাপ ছড়িয়েছে।
আই নিউজ বিডির পক্ষ থেকে现场 কভারেজ করেছেন নরসিংদী জেলা প্রতিনিধি গৌরব সাহা।

🔴 পুরো ভিডিওটি দেখুন এবং জানুন বিস্তারিত।

🎙️ রিপোর্টার: গৌরব সাহা
📍 লোকেশন: পাঁচদোনা মোড়, নরসিংদী
📰 মাধ্যম: Eye News BD

#নরসিংদী #পাঁচদোনা #মোসাদ্দেকহোসেনপ্রধান #গাড়িবহর #শোডাউন #রাজনৈতিক_শোডাউন #নরসিংদীর_রাজনীতি #গৌরবসাহা #EyeNewsBD
#লাইভনিউজ #বাংলাদেশ_নিউজ #রাজনীতি #নিউজ_আপডেট #BreakingNews
#নরসিংদী_ঘটনা

Gourob Shaha
2 Visualizzazioni · 1 mese fa

Gourob Shaha
766 Visualizzazioni · 2 mesi fa

📰 রিপোর্ট: গৌরব সাহা, নরসিংদী জেলা প্রতিনিধি
🎥 Eye News BDসংবাদ সম্মেলন | রায়পুরা উপজেলা বিএনপি
রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে আজ ১৪ জুন ২০২৫, শনিবার সকালে নরসিংদী প্রেস ক্লাবে আয়োজিত হয় এক জরুরি সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে চলমান অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, "একটি মহল রাজনৈতিকভাবে হয়রানি করতে পরিকল্পিতভাবে ভিত্তিহীন সংবাদ ছড়াচ্ছে।"
এসময় উপস্থিত ছিলেন রায়পুরা ও জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

🔴 পুরো ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন সত্য জানার জন্য।
📰 রিপোর্ট: গৌরব সাহা, নরসিংদী জেলা প্রতিনিধি
🎥 Eye News BD
ট্যাগ:
রায়পুরা বিএনপি, আব্দুর রহমান খোকন, সংবাদ সম্মেলন, Eye News BD, নরসিংদী সংবাদ, রাজনৈতিক অপপ্রচার, বিএনপি প্রতিবাদ, বাংলাদেশ রাজনীতি

Gourob Shaha
8 Visualizzazioni · 2 mesi fa

গৌরব সাহা, নরসিংদী জেলা প্রতিনিধি: Eye News Bd
নরসিংদীর রায়পুরায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার, রায়পুরার কৃতি সন্তান সোলাইমান মিয়া। 'রায়পুরা উপজেলা সেচ্ছাসেবী ফোরাম' এর উপদেস্টা পরিষদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলাইমান মিয়া তরুণ স্বেচ্ছাসেবকদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, "স্বেচ্ছাসেবামূলক কাজ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম হাতিয়ার। রায়পুরার তরুণরা যেভাবে নিজেদের উদ্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।"
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। এলাকার উন্নয়নে ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার জন্যও তিনি সকলের প্রতি আহ্বান জানান।
সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী এই অনুষ্ঠানে রায়পুরা উপজেলা সেচ্ছাসেবী ফোরামের সদস্যবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা রায়পুরা উপজেলা সেচ্ছাসেবী ফোরামের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের এই মহৎ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে ফোরামের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এক উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
#inewsbd #raipura #narsingdi #voluntarism #cid #police #communitypolicing #রায়পুরা #নরসিংদী #সেচ্ছাসেবীফোরাম #সোলাইমানমিয়া

Gourob Shaha
19 Visualizzazioni · 3 mesi fa

নরসিংদীবাসীর জন্য আনন্দের সংবাদ!

আজ ১লা জুন ২০২৫, শুভ উদ্বোধন হলো নরসিংদী সদর রেল স্টেশনে আন্তঃনগর তিনটি ট্রেনের যাত্রা বিরতি।
এখন থেকে নিয়মিত থামবে –
🚆 মহানগর প্রভাতী
🚆 মহানগর গোধুলী
🚆 উপবন এক্সপ্রেস

দীর্ঘদিনের দাবির পর নরসিংদীবাসী পেল আন্তঃনগর ট্রেনের সুবিধা।
এই উদ্যোগে যাত্রীসেবা যেমন সহজ হলো, তেমনি বাড়বে ভ্রমণের গতি ও স্বস্তি।

🎤 ভিডিও রিপোর্টিং: গৌরব সাহা

Gourob Shaha
22 Visualizzazioni · 3 mesi fa

নরসিংদী জেলায় হিন্দু ছাত্র মহাসংঘের পক্ষ থেকে ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দিতে গীতা দান কার্যক্রম আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সনাতন ধর্মের মূল্যবোধ প্রচারের লক্ষ্যে। এতে বিভিন্ন শিক্ষার্থী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। এই মহতী উদ্যোগে গীতা প্রদান ছাড়াও ধর্মীয় আলোচনা, ভক্তিগীত এবং শুভেচ্ছা বিনিময়ের আয়োজন ছিল। সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার এই প্রয়াস প্রশংসিত হয়েছে সকল মহলে।

Gourob Shaha
14 Visualizzazioni · 4 mesi fa

গৌরব সাহা | আই নিউজ বিডি | নরসিংদী

নরসিংদীতে দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। সোমবার (তারিখ উল্লেখ করুন) সকাল থেকে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে কর্মচারীরা ব্যানার হাতে নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে:

1. বিচার বিভাগীয় কর্মচারীদের জন্য যুগোপযোগী বেতন কাঠামো নির্ধারণ।


2. কর্মস্থলে নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করা।



বিচার বিভাগীয় কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা অবহেলিত হয়ে আসছেন। বারবার দাবি জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তারা বাধ্য হয়ে শান্তিপূর্ণ কর্মবিরতির পথ বেছে নিয়েছেন।

এ বিষয়ে নরসিংদী জেলা জজ কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং দাবি পূরণের আশ্বাসও দেওয়া হয়েছে।

এই কর্মসূচির ফলে আদালতের স্বাভাবিক কার্যক্রমে সাময়িক ব্যাঘাত ঘটে।

Gourob Shaha
11 Visualizzazioni · 4 mesi fa

Eye News BD প্রতিবেদক: গৌরব সাহা
নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে।
শিক্ষার্থীরা ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিজেদের দাবির পক্ষে প্রতিবাদ জানান।
শিক্ষার্থীরা জানান, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং দাবি আদায়ের লক্ষ্যে তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মিছিল আয়োজন করেছেন।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠিত কর্মসূচিতে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং সমাবেশে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

রিপোর্ট: গৌরব সাহা | Eye News BD

Gourob Shaha
37 Visualizzazioni · 4 mesi fa

গৌরব সাহা, আই নিউজ বিডি | নরসিংদী, ২৪ এপ্রিল ২০২৫

নরসিংদী জেলখানার মোড় সংলগ্ন ভেলানগর বাজারে আজ জাতীয় নাগরিক পার্টির এক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার।

সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলি, যিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং দলীয় প্রচারপত্র বিতরণ করেন।

স্থানীয় জনগণের মধ্যে এ আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই দলটির উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজনৈতিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

Gourob Shaha
229 Visualizzazioni · 4 mesi fa

ঢাকা, ২০ এপ্রিল ২০২৫ — বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের প্রতিষ্ঠাতা পিজুষ দাস আজ এক বক্তব্যে স্পষ্ট করে বলেন, "আমরা আমাদের ৮ দফা দাবি সরকার পতনের পর নয়, বরং আওয়ামী লীগ সরকারের সময়েই ২০২৩ সালের ৮ই অক্টোবর সরকারের কাছে তুলে ধরেছি।"

তিনি আরও বলেন, "যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখনও আমরা রাজপথে ছিলাম। আমাদেরকে ভয় দেখিয়ে সরানো যায়নি। এটি তারই এক প্রমাণ। আমরা রাজনীতি বুঝি না, ধর্মনীতি বুঝি না, তবে সনাতন সম্প্রদায়ের ওপর কোনো প্রকার অন্যায়-অবিচার হলে অবশ্যই আন্দোলন করবো। এটি আমাদের সাংবিধানিক অধিকার।"

৮ দফা দাবি প্রসঙ্গে পিজুষ দাস বলেন, "এই ৮ দফা সনাতনীদের প্রাণের দাবি। তাই রাষ্ট্রের কাছে আবেদন—অতি দ্রুত যেন এই দাবিগুলো বাস্তবায়ন করা হয়।"

তিনি আরও বলেন, "আমরা রাষ্ট্রকে সর্বদাই সম্মান করি। রাষ্ট্র আমাদের মা। আর সনাতনদের রক্ষায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ সর্বদা প্রস্তুত থাকবে। এটি একটি অরাজনৈতিক সংগঠন—আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো।"

Gourob Shaha
28 Visualizzazioni · 4 mesi fa

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ছয় দফা দাবি নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ

উপশিরোনাম:
শিক্ষার মানোন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং চাকরির নিশ্চয়তা চেয়ে ছয় দফা দাবি উত্থাপন করল শিক্ষার্থীরা।

প্রতিবেদক: গৌরব সাহা, নরসিংদী | Eye News BD

তারিখ: ২০ এপ্রিল ২০২৫

মূল প্রতিবেদন:
নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ (তারিখ) এক ব্যতিক্রমধর্মী কর্মসূচির মাধ্যমে ছয় দফা দাবি নিয়ে ক্যাম্পাসের সামনে শান্তিপূর্ণ ভক্তব্য প্রদান করেছেন। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং নিজেদের ন্যায্য অধিকার ও শিক্ষাগত চাহিদা পূরণের দাবি জানান।

ছাত্রদের উত্থাপিত ছয় দফা দাবি হলো:
১. টেকনিক্যাল শিক্ষার মানোন্নয়ন
২. ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সময়োপযোগী ও বাস্তবসম্মত করা
৩. পর্যাপ্ত শিক্ষক নিয়োগ
৪. ল্যাবরেটরি ও ক্লাসরুমে আধুনিক সরঞ্জামের ব্যবস্থা
৫. হোস্টেল ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন
৬. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকারি চাকরির সুযোগ বৃদ্ধি

ছাত্রদের ভাষ্যমতে, এই দাবিগুলো বাস্তবায়িত হলে দেশের কারিগরি শিক্ষার মান বহুগুণে বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতের ইঞ্জিনিয়াররা আরও দক্ষ হয়ে উঠবে।

এক শিক্ষার্থীর বক্তব্য অনুযায়ী:
"আমরা উন্নত শিক্ষা চাই, যাতে করে আমাদের হাতে থাকা ডিগ্রি শুধু কাগজে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তব কর্মক্ষেত্রে তার যথাযথ প্রয়োগ হয়।"

Gourob Shaha
27 Visualizzazioni · 4 mesi fa

নরসিংদীতে কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি
নরসিংদী, ১৮ এপ্রিল ২০২৫:

বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের ছয় দফা দাবির প্রেক্ষিতে আজ শুক্রবার নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে।

দুপুরের দিকে ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে শুরু হওয়া এই মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেপ্রতাপ এলাকায় গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা সাদা কাফনের কাপড় পরে “ছাত্রের দাবি মানতে হবে”, “কারিগরি শিক্ষা রক্ষা কর”—ইত্যাদি স্লোগান দিতে দিতে মিছিলে অংশ নেয়।

আন্দোলনকারীরা জানায়, এ কর্মসূচি ছিল সারাদেশে চলমান কেন্দ্রীয় কর্মসূচির অংশ। প্রতীকী কাফনের কাপড় পরে অংশগ্রহণ করে তারা জানান দেয়—কারিগরি শিক্ষার উপর যেকোনো আঘাত মানে শিক্ষার্থীদের অস্তিত্বের সংকট।

ছয় দফা দাবির মধ্যে রয়েছে:
১. ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল।
২. ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা।
৩. ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল ও বিধি সংশোধন।
৪. যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল।
৫. মানসম্মত চার বছর মেয়াদি কারিকুলাম চালু ও একাডেমিক কার্যক্রম ইংরেজিতে পরিচালনা।
৬. ডিপ্লোমা পাশকৃত শিক্ষার্থীদের জন্য উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে সংরক্ষণ নিশ্চিত করা।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবে তারা।

Gourob Shaha
10 Visualizzazioni · 4 mesi fa

বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটে বিক্ষোভ মিছিল, উত্তাল ক্যাম্পাস
নরসিংদী আলো ডেস্ক (বগুড়া প্রতিনিধি গৌরব সাহা): বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটে আজ (১৫ এপ্রিল, ২০২৫) এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাস প্রাঙ্গণ উত্তাল হয়ে ওঠে।
সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হতে শুরু করে। এরপর একটি বিশাল মিছিল বের হয় যা ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করে এবং তাদের দাবি সম্বলিত স্লোগান দেয়।
শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল:
* অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক ল্যাবের সুব্যবস্থা করা।
* শিক্ষক সংকট নিরসন ও পর্যাপ্ত শিক্ষকের নিয়োগ।
* পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করা।
* পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও নতুন বাস চালু করা।
* ছাত্রাবাসের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও সংস্কার।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সমস্যা নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। তারা আরও জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
মিছিল শেষে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা ইনস্টিটিউটের অধ্যক্ষের কাছে স্মারকলিপি পেশ করার কথা জানান। তবে দুপুর ১২টা পর্যন্ত অধ্যক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ক্যাম্পাসে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি फिलहाल শান্ত রয়েছে তবে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের এই বিক্ষোভ মিছিলের কারণে আজকের দিনের অন্যান্য স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে। এখন দেখার বিষয়, কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি পূরণে কী পদক্ষেপ নেয়।
রিপোর্টার: গৌরব সাহা
নরসিংদী আলো

Gourob Shaha
9 Visualizzazioni · 5 mesi fa

নরসিংদী প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত বোমা হামলা ও শিশু সহ নিরীহ গাজাবাসীদের উপর চলমান গণহত্যার প্রতিবাদে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (তারিখ দিন) দুপুরে ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন এবং “গাজায় গণহত্যা বন্ধ করো”, “ফিলিস্তিনের পাশে দাঁড়াও”, “নিরীহ শিশুদের রক্ষা করো”—এই ধরণের স্লোগান দেন।

বিক্ষোভে বক্তারা বলেন, গাজায় প্রতিদিন যেভাবে শিশু ও সাধারণ মানুষের উপর হামলা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ অমানবিক এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন। বিশ্ব সম্প্রদায়কে অবিলম্বে এই বর্বরোচিত হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, মানবতার পক্ষেই এই প্রতিবাদ। গাজাবাসীর প্রতি একাত্মতা প্রকাশ ও তাদের ন্যায্য অধিকারের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরতেই এই কর্মসূচি।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা এক মিনিট নীরবতা পালন করেন নিহতদের আত্মার মাগফিরাত কামনায়

#news #bd

Gourob Shaha
8 Visualizzazioni · 5 mesi fa

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে উত্তাল নরসিংদী: রাস্তায় নেমেছে হাজারো জনতা

নরসিংদী, ৭ এপ্রিল — গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও নির্মম গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছে সারাদেশের মতো নরসিংদীর মানুষও। আজ দুপুরের পর থেকেই নরসিংদীর বিভিন্ন সড়কে হাজারো মানুষ হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনি পতাকা নিয়ে নেমে আসেন।

প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারী মানুষ ‘আল্লাহু আকবর’, ‘ফিলিস্তিনের বিজয় চাই’, ‘ইসরায়েল নিপাত যাক’ স্লোগানে মুখর করে তোলে পুরো শহর। নরসিংদীর প্রধান সড়কগুলোতে মিছিল ছড়িয়ে পড়ে এবং শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, গাজায় শিশু, নারী ও সাধারণ মানুষের উপর বর্বরোচিত হামলার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই ক্ষোভ থেকেই এই প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন নরসিংদীর হাজার হাজার মানুষ।

মিছিল শেষে আয়োজকরা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান, যেন ইসরায়েলের এই মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা নেয়া হয় এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো হয়।

Gourob Shaha
38 Visualizzazioni · 5 mesi fa

ডেট: ৬ এপ্রিল ২০২৫
লোকেশন: রায়পুরা, নরসিংদী

বিস্তারিত সংবাদ:
নরসিংদীর রায়পুরা উপজেলার প্রান্তশালা ফেরীগাট এলাকায় একটি বেপরোয়া অটোরিকশার ধাক্কায় তিনজন পথচারী আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরীগাটের পাশের সড়ক পার হচ্ছিলেন তিনজন পথচারী। এসময় হঠাৎ করে একটি দ্রুতগতির অটোরিকশা এসে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আহতদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অটোর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর অভিযোগ, ফেরীগাট এলাকায় অটোরিকশা ও অন্যান্য যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত এই বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছেন।

Gourob Shaha
992 Visualizzazioni · 5 mesi fa

নরসিংদী সেবা সংঘের আয়োজনে বসন্তকালীন শ্রী শ্রী বাসন্তী দুর্গোৎসব শুরু
২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ | ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার

নরসিংদী জেলার অন্যতম ধর্মীয় ও সামাজিক সংগঠন নরসিংদী সেবা সংঘ-এর আয়োজনে এবারও শুরু হয়েছে বসন্তকালীন শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজা। বাংলা ২১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ও ইংরেজি ৪ এপ্রিল ২০২৫ শুক্রবার, পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সপ্তমী পূজার আরতির মাধ্যমে এই উৎসবের সূচনা হয়।

সকালে দেবীর নবপত্রিকা স্থাপন ও পূজার প্রারম্ভিক আনুষ্ঠানিকতার পর, সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মহা আরতি ও ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান। পূজামণ্ডপটি সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক প্রতিমা স্থাপনের মাধ্যমে। ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মন্দির চত্বর।

নরসিংদী সেবা সংঘের সভাপতি/সাধারণ সম্পাদক (নাম উল্লেখ করা যাবে চাইলে) বলেন,
"প্রতিবছরের মতো এবারও আমরা যথাসম্ভব সুন্দরভাবে বাসন্তী দুর্গা পূজার আয়োজন করেছি। এটি আমাদের ঐতিহ্যের অংশ এবং সবার অংশগ্রহণে উৎসবটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।"

পূজায় স্থানীয় সুধীজন, ভক্তবৃন্দ এবং শিশু-কিশোরদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ করা গেছে। ভোগ বিতরণ, প্রসাদ গ্রহণ, অঞ্জলি প্রদান ও সন্ধ্যা আরতিতে উপস্থিত জনতার মধ্যে ছিল ভক্তিভাব ও আনন্দের সমন্বয়।

এই উৎসব চলবে নবমী ও দশমী পূজার মধ্য দিয়ে পরবর্তী দিনগুলোতেও। বিজয়া দশমীতে দেবী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে।


---

ছবি ও ভিডিও সংযুক্ত থাকলে পোস্টের শেষে দেওয়া যেতে পারে: “ছবিতে দেখুন নরসিংদী সেবা সংঘের বাসন্তী পূজার কিছু মুহূর্ত।”

প্রয়োজনে এই রিপোর্টটি ব্যানার ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্ট ফরম্যাটে সাজিয়ে দিতেও পারি। বললেই করে দিচ্ছি।

Mostra di più