Últimos vidéos

Md Asaduzzaman
9 vistas · 6 días hace

⁣ওসমান হাদির হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় পীরগন্জ এ আজ বিকেল ৪,৩০ মিনিটে পীরগন্জ চৌরাস্তা মোডে। সাধারণ জনগণের পাশাপাশি রাজনৈতিক নেতাদের ও মিছিলে অংশ নিতে দেখা যায়,।গন অধিকার পরিষদ এর ঠাকুরগাঁও জেলা সেক্রোটারি আব্দুস সোবহান ও এন সি পি গোলাম মর্তুজা সেলিম সহ বিভিন্ন জুলাই যোদ্ধা রা অংশ নেয়।।।

Md Asaduzzaman
13 vistas · 1 mes hace

⁣একতা এক্সপ্রেসের বগিতে নারিকেল বিক্রেতার হাতে পপকর্ন বিক্রেতা খুন

মো: আসাদুজ্জামান পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি :
একতা এক্সপ্রেসের শেষ বগিতে নারকেল বিক্রেতার ছুরির আঘাতে পপকন বিক্রেতা নিহত,
আজ সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের শেষ বগিতে নারকেল বিক্রেতার ছুরির আঘাতে পপকন বিক্রেতা নিহত।
নিহত আলামিন কুড়িগ্রামের উলিপুরের বাসিন্দা।
স্থানীয়রা জানায় নিহত আলামিন গ্রামের বাড়ি
চর বতুয়াতুলি,উলিপুর থানা, জেলা কুড়িগ্রাম
পিতা মন্ঠু মিয়া,,গ্রাম নিহত আলামিনের মৃতদেহ পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে রয়েছে।এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে ।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারীদের সনাক্ত করতে মাঠে নেমেছে ।

Mostrar más