Al Mamun Gazi
Al Mamun Gazi

Al Mamun Gazi

      |      

Prenumeranter

   Gillade videos

Al Mamun Gazi
5,458 Visningar · 6 dagar sedan

বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের কর্মসূচির অংশ হিসেবে প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নে সুনামগঞ্জ জেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সিভিল সুনামগঞ্জ সার্জন কার্যালয়ের সামনে স্বাস্থ্য সহকারীরা ৩ ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করে।

এসময় স্বাস্থ্য সহকারীরা বলেন, আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। তাই আমাদের নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক(বিঞ্জান) সংযোগ ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মবিরতি সারাদেশে পালন করা হচ্ছে। দাবিগুলো দ্রæত বাস্তবায়ন না করা হলে আগামী ১ সেপ্টেম্বরে থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধের ঘোষনা দেন তারা।২৬ হাজার স্বাস্থ্য সহকারীদের ভবিষ্যতে কথা বিবেচনা করে বর্তমান সরকারের কাছে ৬ দফা দাবি বাস্তবায়নের অনুরোধ জানান তারা।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি ফরিদুল ইসলাম সোহেল, সংগঠন উপদেষ্টা শহীদুল কবির চৌধুরী, মুজাহিদ মিয়া, পরিমল তালুকদার।

Al Mamun Gazi
5,277 Visningar · 7 dagar sedan

⁣রংপুরে জামায়াতের বিশাল জনসভায় হিন্দু নেতা শ্রী যোগেন চন্দ্র বর্মনের বক্তব্য............

Al Mamun Gazi
4 Visningar · 1 månad sedan

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর ও জামালগঞ্জ) আসনে সম্ভাব্য প্রার্থী ও বিএনপির তরুণ নেতা মাহবুবুর রহমান সরকার ঈদ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও পথসভা করেছেন।

তিনি বলেন, “দীর্ঘ ১৫ বছর ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত আছি। শহীদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করছি। দল মনোনয়ন দিলে জয়ী হব ইনশাআল্লাহ। আর মনোনয়ন না পেলেও দলীয় কাজ চালিয়ে যাব।”

পথসভায় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক লিয়াকত আলী মোড়ল, জামালগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মোজাম্মেল হক স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু লেইছ, যুগ্ম আহবায়ক শাহ মো. লিয়াকত আলী, জহিরুল ইসলাম, জিয়াউর রহমান, সাইদুর রহমান ও ওয়াহিদুর রহমানসহ আতিকুর রহমান তম্ময় প্রমুখ।

Al Mamun Gazi
12 Visningar · 1 månad sedan

⁣🎁 ঈদের আনন্দ সবার জন্য
৪ নং পায়রা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গরিব, দুঃখী ও অসহায় প্রায় ১০০ জন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

SHARIF MIA
17 Visningar · 1 månad sedan

ইন্টারভিউ সাভার উপজেলা বাডইপাডা

Al Mamun Gazi
13 Visningar · 2 månader sedan



যশোর অভয়নগরের পায়রা ইউনিয়নে যুবদলের মানবিক উদ্যোগ
— কৃষকদের মাঝে খাবার স্যালাইন বিতরণ করে প্রশংসা কুড়ালেন তরুণরা

নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরের অভয়নগর উপজেলার ৪ নম্বর পায়রা ইউনিয়নে এক ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেছে পায়রা ইউনিয়ন যুবদল। প্রখর রোদে মাঠে দিনভর কাজ করা কৃষকদের শারীরিক দুর্বলতা ও পানিশূন্যতা দূর করতে বিনামূল্যে খাবার স্যালাইন বিতরণ করেছেন তারা। এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

এই মহতী উদ্যোগের মূল উদ্যোক্তা ছিলেন পায়রা গ্রামের কৃতি সন্তান, যুবদল নেতা সাগর ভাই। তাঁর সঙ্গে স্বেচ্ছাশ্রমে সহযোগিতা করেন তরুণ সমাজকর্মী জিহাদুল ইসলাম, আল মামুন, গাজী রাব্বি এবং এলাকার আরো অনেক তরুণ।

প্রচণ্ড গরমে যখন কৃষকেরা মাঠে হালচাষ, রোপণ বা ফসল কাটার মতো কঠোর পরিশ্রমে নিয়োজিত, তখন তাদের মাঝে বিনামূল্যে খাবার স্যালাইন বিতরণ করে এক নজিরবিহীন উদাহরণ স্থাপন করেছে এই তরুণ সমাজ। স্যালাইন বিতরণের সময় দেখা গেছে— মাঠে মাঠে গিয়ে কৃষকদের হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে ঠান্ডা পানি মিশ্রিত স্যালাইন, যাতে করে তাঁরা ক্লান্তি দূর করে আবারও কাজে ফিরতে পারেন।

সাগর ভাই বলেন, “কৃষকের ঘামেই দেশের অন্ন জোটে। তাদের কষ্টকে সম্মান জানাতেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। আমরা চাই, সমাজের সবাই কৃষকদের পাশে এসে দাঁড়াক।”

এ সময় তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং পায়রা ইউনিয়নের যুব সমাজকে জনসেবামূলক কাজে আরও সক্রিয়ভাবে যুক্ত করা হবে।

স্থানীয়দের অনেকেই বলেন, “এই গরমে মাঠে কাজ করা সত্যিই কঠিন। যুবদলের এই সহযোগিতা আমাদের জন্য অনেক উপকারে এসেছে। এমন উদ্যোগ আগে কেউ নেয়নি।”

এই মানবিক উদ্যোগ পায়রা ইউনিয়নে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তরুণদের এ ধরনের সামাজিক দায়িত্ববোধপূর্ণ কর্মকাণ্ড ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে।

Visa mer