Tiếp theo

VID-20250831-WA0008

9,393 Lượt xem· 31/08/25
Saif Uddin
Saif Uddin
Người đăng ký
0
Trong Chính trị

⁣ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং তার দলের ওপর আইন-শৃঙ্খলা বাহিনী ও লীগ–জাতীয় পার্টির সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে কুমিল্লায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) কুমিল্লা জেলা কমিটি সেখানে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশ কুমিল্লা জেলা আহ্বায়ক হাসিবুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জায়েদ আলম, যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম সদস্য সচিব নাহিদ মোল্লা, মো. লোকমান হোসাইন সহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলটি টমছম ব্রিজ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল এলাকায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

#কুমিল্লা #আপবাংলাদেশ #upbangladesh

Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo


Tiếp theo