close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

التالي

VID-20250813-WA0138

0 المشاهدات· 13/08/25
Md Babul Hossain
Md Babul Hossain
مشتركين
0
في

⁣পাঁচবিবির ভারত সীমান্তে ৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএসএফ

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অবৈধ ভাবে ভারতে অবস্থানরত ৫ বাংলাদেশীকে বাংলাদেশে ফেরার সময় আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ১৩ আগস্ট বুধবার সকালে উপজেলার কয়া সীমান্তের মেইন পিলার ২৮১/৫৪ এস সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির নিকট হস্তান্তর করেন।
বিজিবি সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (১২আগস্ট) সন্ধ্যায় জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের কয়া বিওপির বিপরীতে ভারতের বালুপাড়া সীমান্তের মেইন পিলার ২৮২/৪৩-এস থেকে ৮০০ গজ ভারতীয় অভ্যন্তরে ৫ বাংলাদেশীকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটককৃতরা হলেন খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের পরান মোড়লের পুত্র মুরাদ মোড়ল(৩৪), সুরাদ মোড়লের স্ত্রী সাগরিকা বেগম(২৫), মুরাদ মোড়লের পুত্র রমজান মোড়ল(৮), মুসকান(৫) ও মেয়ে আমেনা (২) ।
বিজিবি আরো জানায়, তারা ২০২০ সালে ভারতের কেরেলা রাজ্যের এর্নাকুলাম নামক স্থানে একটি ভাংড়ি দোকানে দিন মজুরের কাজ করতে গিয়েছিলেন। সেখান থেকে অবৈধ ভাবে দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।

জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুর দৌলা, পিএসসি, জিও বলেন, "আটককৃতদের গ্রহণের পর প্রক্রিয়াগত ভাবে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করা হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে তাদের নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে"।

أظهر المزيد

 0 تعليقات sort   ترتيب حسب


التالي