close

লাইক দিন পয়েন্ট জিতুন!

הבא

রানীশংকৈলে প্রাইভেটকার সরাসরি ফলমুলের দোকানে

9,869 צפיות· 12/07/25

⁣রানীশংকৈলে প্রাইভেট কার সরাসরি ফলমুলের দোকানের ভিতরে।


হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁও প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার চৌরাস্তা শহরের উপর একটি ফল মূল ও কনফেশনের দোকানের ভিতরে। প্রাইভেট কার ঢুকে গেলে সে দোকানের অনেক ক্ষয়ক্ষতি হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা গেলে। দোকানের ডেকোরেশন ফ্রিজ অন্যান্য মাল প্রায় কয়েক লাখ টাকার জিনিস ক্ষতি হয়েছে। দোকানের মালিক মিলন ও স্থানীয় সূত্রে জানা যায়। ড্রাইভার খঞ্জনা নামে গ্রামের বাড়ি। রিপোর্টটি করা পর্যন্ত ড্রাইভার এর মূল হতিস পাওয়া যায়নি।

להראות יותר

 0 הערות sort   מיין לפי


הבא