close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Als nächstes

বাংলাদেশে রাজনীতি করতে হলে স্বাধীনতাকে মেনে করতে হবে: টুকু

12 Ansichten· 31/07/25
Juwel Hossain
Juwel Hossain
37 Abonnenten
37

⁣বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশের স্বাধীনতাকে মেনে রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, যদি আপনারা বলেন, পাকিস্তানের সাথে ভুল বোঝাবুঝির জন্য বাংলাদেশ আলাদা হয়ে গেছে, এ ধরনের কোনো ব্যাখ্যা আমরা মানতে রাজি না।

টুকু বলেন, ‘পাকিস্তান আমাদের নির্যাতন করেছে, পাকিস্তান আমাদের শোষণ করেছে। এই শোষণের বিরুদ্ধে দেশের মানুষ এক হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে।’

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জুলাই আন্দোলনের বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় পিআর পদ্ধতির সমালোচনা করে ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, ‘যে পিআর পদ্ধতি দেশের সাধারণ মানুষ বোঝে না, সেই পিআর পদ্ধতির কী দরকার। আমরা যে পদ্ধতিতে ভোট দিয়ে অভ্যস্ত হয়েছি, সেভাবেই ভোট করলেই তো হয়।’

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত জনসভায় আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট সিমকী ইমাম খান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সহ-সভাপতি রকিবুল করিম খান পাপ্পু, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আবু সাঈদ সুইট, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি থান হাসান সহ বিভিন্ন উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Zeig mehr

 0 Bemerkungen sort   Sortiere nach


Als nächstes