سیاست

Gourob Shaha
776 مناظر · پہلے 6 مہینے

📰 রিপোর্ট: গৌরব সাহা, নরসিংদী জেলা প্রতিনিধি
🎥 Eye News BDসংবাদ সম্মেলন | রায়পুরা উপজেলা বিএনপি
রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে আজ ১৪ জুন ২০২৫, শনিবার সকালে নরসিংদী প্রেস ক্লাবে আয়োজিত হয় এক জরুরি সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে চলমান অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, "একটি মহল রাজনৈতিকভাবে হয়রানি করতে পরিকল্পিতভাবে ভিত্তিহীন সংবাদ ছড়াচ্ছে।"
এসময় উপস্থিত ছিলেন রায়পুরা ও জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

🔴 পুরো ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন সত্য জানার জন্য।
📰 রিপোর্ট: গৌরব সাহা, নরসিংদী জেলা প্রতিনিধি
🎥 Eye News BD
ট্যাগ:
রায়পুরা বিএনপি, আব্দুর রহমান খোকন, সংবাদ সম্মেলন, Eye News BD, নরসিংদী সংবাদ, রাজনৈতিক অপপ্রচার, বিএনপি প্রতিবাদ, বাংলাদেশ রাজনীতি

SHARIF MIA
20 مناظر · پہلے 6 مہینے

⁣লালমনিরহাটে তিস্তা ইকো পার্কে আওয়ামীলীগ সন্ত্রাসীদের হামলা ভাঙচুর ও ৫ লক্ষ ২৬ হাজার টাকার ক্ষতি থানায় মামলা দায়ের -------------

লালমনিরহাটের তিস্তা ইকো পার্কে গত ২০২৩ সালে ইজারা না পাওয়ায় ভাঙচুর করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং এরেই ধারাবাহিকতা গত ৮ জুন আনুমানিক বিকাল ৫ টার দিকে জোরপুর্বক ভাবে হামলা করে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেন এবং নগদ ২ লক্ষ ৩১ হাজার টাকা জোরপূর্বক ভাবে লুটপাট করেন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী জহুরুল হক ও তার সন্ত্রাসী বাহিনীরা ।

এ সময় দর্শনার্থীদের মধ্য সৃষ্টি হয় ভীতিকর পরিস্থিতি ৩০–৪০ জন দুষ্কৃতকারী পার্কের প্রধান গেটে অবস্থান নেয়। এরপর তারা হকিস্টিক, লাঠিসোঁটা নিয়ে মূল গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় তাদের মধ্যে কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এক পর্যায়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে তাণ্ডব শুরু করে।

অভিযোগ সূত্রে জানা যায়, হামলাকারীরা এলাকার চিহ্নিত্ত দাঙ্গাবাজ, চাদাবাজ, বখাটে ও উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক। অভিযোগ কারী বলেন আমরা ২০২৩ সালের জানুয়ারী মাসে আমরা ফিনা পার্ক এর ইজারা পাওয়ার এবং বিবাদীগন ইজারা না পাওয়ায় তারা আমাদের উপর আক্ষেপ পোষন করত: বিভিন্ন সময় তিস্তা পার্কে থাকা সরকারি রাইডের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত থাকে। এরই ধারাবাহিকতায় গত ০৮ জুন বিকাল অনুমান ৫.০০ ঘটিকার সময় উল্লেখিত ২-৮নং বিবাদীগন পাকের ভিতরে জোড়পূর্বক ভাবে প্রবেশ করার চেস্টা করাকালে পার্কের পেটে থাকা গেটম্যান তাদের নিকট টিকিট দেখিতে চাইলে তারা সকলে ক্ষিপ্ত হইয়া অ্যান্য ৰিৰাদীদের ডাকিয়া সকল বিবাদীপন সহ অজ্ঞাত নামা আরও ৩০/৪০ জন ব্যাক্তি হাতে লোহার রড, লাঠিসোটা, ধারালো ছোড়া, লোহার পাইপ সহ দেশীর অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া একই উদ্দেশ্য তিস্তা পার্কের ভিতরে অনাধিকার ভাবে প্রবেশ করিয়া পার্কের
কর্মচারীদের পার্ক বন্ধ করার জন্য বলে।

মামলার বাদী মাহাফুজার রহমান রাজু জানান,তিস্তা ইকো পার্কে প্রায় চাঁদা নিতে আসতো জহুরুল হক ও তার সন্ত্রাসী বাহিনীরা,আমাদের পার্কের ক্যাশ কাউন্টারে আক্রমণ করিয়া ক্যাশে থাকা নগদ ২লক্ষ ৩১হাজার টাকা জোড়পূর্বক ভাবে লুটপাট করিয়া নেয়। তখন ৫ হইতে ১৭নং বিবাদীগন সহ অজ্ঞাত নামা আরও ৩০/৪০ জন ব্যাক্তি তিস্তা পার্কে থাকা ৪টি সরকারি রাইডের মেশিন, ২টি সাউন্ড বক্স, ১টি ৩ কেবি জেনারেটার, ৪টি মাইক, অফিস কক্ষের চেয়ার
টেবিল ও দরজা জানালা সহ আরও অনেক কিছু ভাংচুর করিয়া অনুমান ৫লক্ষ ২৬ হাজার টাকার ক্ষতি সাধন করে আমি অনতিবিলম্বে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার দাবি জানাচ্ছি।

লালমনিরহাট সদর থানার অফিস ইনর্চাজ মোহাম্মদ নূর নবী জানান অভিযোগ খানা নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেফতার করার প্রক্রিয়া চলমান রয়েছে। আজ বিকালে মামলার ১ নং আসামি ও মাদক ব্যবসায়ী জহুরুল হক কে কুলাঘাট বাজর হইতে গ্রেফতার করা হয়েছে।

SHARIF MIA
74 مناظر · پہلے 6 مہینے

⁣গলাচিপা-দশমিনা যেভাবে ঘটনার সূত্রপাত কথা বলছেন ভিপি নূর......⁣আই নিউজ বিডি

SHARIF MIA
1,265 مناظر · پہلے 6 مہینے

⁣চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিতে তকিবুল হাসান তকি কে সভাপতি ও সরোয়ার হোসেন রুবেল কে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খন্দকার, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিরসরাই উপজেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল।

শনিবার, জুন ১৪, ২০২৫।

SHARIF MIA
3,726 مناظر · پہلے 6 مہینے

ময়মনসিংহ উত্তর জেলাধীন ঈশ্বরগঞ্জ উপজেলার অন্তর্গত ০৫নং জাটিয়া ইউনিয়ন বিএনপি'র কর্মী সমাবেশ ২০২৫

সভাপতিত্ব— লুৎফুল্লাহেল মাজেদ বাবু
আহবায়ক, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি
সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি

সঞ্চালনায়—
আমিরুল ইসলাম ভুইয়া মনি
সদস্য সচিব, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি
সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি

মোঃ কামরুজ্জামান লিটন
১ম যুগ্ন আহবায়ক, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি
সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি

আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা
যুগ্ন আহবায়ক, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি

শনিবার, জুন ১৪, ২০২৫।

SHARIF MIA
19,654 مناظر · پہلے 6 مہینے

⁣চর বিশ্বাসে ভিপি নুরুল হক নূর।

SHARIF MIA
16 مناظر · پہلے 6 مہینے

⁣বিএনপি নেতা হাসান মামুনের উগ্র অনুসারীদের হামলায় চরকাজল-চরশিবা ও চরবিশ্বাস ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভাংচুর করা গণঅধিকার পরিষদের কার্যালয় পরিদর্শন এবং আহতদের খোঁজখবর নিতে গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসু'র সাবেক - ভিপি নুরুল হক নূর।

Belhaj Badhon
482 مناظر · پہلے 6 مہینے

⁣বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Belhaj Badhon
3,575 مناظر · پہلے 6 مہینے

⁣বড়াইগ্রামে আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু

মোঃ নেজাম উদ্দীন
13 مناظر · پہلے 6 مہینے

⁣শুক্রবার রাতে বাঁশখালী শীলকুপে আগুন লেগে ১২টি দোকান পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও কাপড় দিয়ে পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

শুক্রবার ১৩ জুন বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এ নগদ অর্থ ও কাপড় তুলে দেন।

এসময় শীলকুপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, শীলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ডাক্তার ইউনুস,সাবেক সদস্য সচিব হাজ্বী ইউনুস,জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক বাহাদুর আলম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব দিদারুল আলম,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহির,সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সওদাগর, মোহাম্মদ জিয়াউর রহমান, বিএনপি নেতা ছগির, যুবদল নেতা গিয়াস উদ্দীন সিকদার, সিরাজ, মফজল আহমদ, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ সভাপতি তানিম, ছাত্রদল নেতা তালেব, আলী ইসলাম ও শাকিব প্রমুখ।

উল্লেখ্য, ১৩ জুন শুক্রবার রাতে শীলকূপের পশ্চিম মনকিচর ২ নম্বর ওয়ার্ডের হেডপাড়া কালু মাঝির বাড়িতে অগ্নিকান্ডে ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন- মৃত আলী আকবরের পুত্র আবুল কালাম বাবুল, মৃত আলী হোসেন এর স্ত্রী মরিয়ম বেগম, মৃত আলী আকবরের পুত্র নুরুল আলম, কালু মাঝির কন্যা রেহানা বেগম, কালু মাঝির পুত্র মনির উদ্দিন ও নুর মোহাম্মদ, মো. হোছাইনের স্ত্রী মিনার বেগম, মৃত মোহাম্মদ আলীর স্ত্রী রোজিনা বেগম, কালু মাঝির স্ত্রী রহিমা বেগম, মো. হোসনের পুত্র মো. শাকিল, নুরুল আলমের মেয়ে কহিনুর।

Md Sale
10 مناظر · پہلے 6 مہینے

⁣গাজীপুর শ্রীপুরে ডা: এজেড জাহিদ হাসানের আগমনকে কেন্দ্র করে বি এনপির ব্যাপক শোডাউন।

রিমন তালুকদার.
13 مناظر · پہلے 6 مہینے

চাঁদপুর জেলা কচুয়া উপজেলা গণ অধিকার পরিষদ এর কার্যালয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

MD Arif
22 مناظر · پہلے 6 مہینے

ডা. সুলতান আহমদ এর শুভ আগমন উপলক্ষে
পাথরঘাটায় জামায়াতে ইসলামীর জনসভ

Monsur Alam
37 مناظر · پہلے 6 مہینے

⁣৫ আগস্টের পর যারা নেতা হয়েছে তাদের যেখানেই পাবেন পেটাবেন,,,,নূর তানজিলা রহমান, সাংগঠনিক সম্পাদক ফেনী জেলা মহিলা দল

Dalowar Khan
37 مناظر · پہلے 6 مہینے

⁣বাগেরহাট-১ আসনে || বাংলাদেশ জামাত ইসলামের এমপি মনোনীত প্রার্থী || অধ্যক্ষ মশিউর রহমান খান || বিশাল

Al Mamun Gazi
4 مناظر · پہلے 6 مہینے

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর ও জামালগঞ্জ) আসনে সম্ভাব্য প্রার্থী ও বিএনপির তরুণ নেতা মাহবুবুর রহমান সরকার ঈদ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও পথসভা করেছেন।

তিনি বলেন, “দীর্ঘ ১৫ বছর ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত আছি। শহীদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করছি। দল মনোনয়ন দিলে জয়ী হব ইনশাআল্লাহ। আর মনোনয়ন না পেলেও দলীয় কাজ চালিয়ে যাব।”

পথসভায় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক লিয়াকত আলী মোড়ল, জামালগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মোজাম্মেল হক স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু লেইছ, যুগ্ম আহবায়ক শাহ মো. লিয়াকত আলী, জহিরুল ইসলাম, জিয়াউর রহমান, সাইদুর রহমান ও ওয়াহিদুর রহমানসহ আতিকুর রহমান তম্ময় প্রমুখ।

Dalowar Khan
54 مناظر · پہلے 6 مہینے

⁣বাগেরহাট-১ আসনে || বাংলাদেশ জামাত ইসলামের এমপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মশিউর রহমান খান বিশাল ঈদ শুভেচ্ছা সোঊডাউন!

SHARIF MIA
11 مناظر · پہلے 6 مہینے

বাংলাদেশ সরকার ডক্টর ইউনুস দেশ চালাতে ব্যর্থ

Gourob Shaha
9 مناظر · پہلے 6 مہینے

গৌরব সাহা, নরসিংদী জেলা প্রতিনিধি: Eye News Bd
নরসিংদীর রায়পুরায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার, রায়পুরার কৃতি সন্তান সোলাইমান মিয়া। 'রায়পুরা উপজেলা সেচ্ছাসেবী ফোরাম' এর উপদেস্টা পরিষদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলাইমান মিয়া তরুণ স্বেচ্ছাসেবকদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, "স্বেচ্ছাসেবামূলক কাজ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম হাতিয়ার। রায়পুরার তরুণরা যেভাবে নিজেদের উদ্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।"
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। এলাকার উন্নয়নে ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার জন্যও তিনি সকলের প্রতি আহ্বান জানান।
সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী এই অনুষ্ঠানে রায়পুরা উপজেলা সেচ্ছাসেবী ফোরামের সদস্যবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা রায়পুরা উপজেলা সেচ্ছাসেবী ফোরামের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের এই মহৎ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে ফোরামের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এক উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
#inewsbd #raipura #narsingdi #voluntarism #cid #police #communitypolicing #রায়পুরা #নরসিংদী #সেচ্ছাসেবীফোরাম #সোলাইমানমিয়া

কলম সৈনিক
6 مناظر · پہلے 6 مہینے

চট্টগ্রাম প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাথে সাংবাদিকদের মতবিনিময় সভায় উপস্থিত চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান, সহ যুগ্মআহবায়ক বৃন্দ এবং প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুর করিম কচি-

Belhaj Badhon
30 مناظر · پہلے 6 مہینے

⁣নাটোরের ৪টি আসনে ধানের শীষ প্রতীকে যারা নমিনেশন পাবে আমরা তাদের সাথে সম্মিলিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব- আবুল কাশেম

M Obaydullah Al Mahmudi
11 مناظر · پہلے 6 مہینے

গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন আয়োজিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Nazrul Islam
54 مناظر · پہلے 6 مہینے

⁣কুতুবদিয়ায় বিএনপির সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

কুতুবদিয়া প্রতিনিধি,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কুতুবদিয়া উপজেলা শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মজলুম জননেতা সালাহউদ্দিন আহমেদ-সহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্র হননের অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, “বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে যেসব
অপপ্রচার চলছে, তা রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।"

এছাড়াও আরও বক্তৃতা করেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা। বক্তারা মিথ্যাচার এবং রাজনৈতিক হীন উদ্দেশ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ডাকবাংলোর সামনে এসে শেষ হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Abdullah Ibne Khalid
39 مناظر · پہلے 6 مہینے

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মওঃ মনজুরুল ইসলাম আফেন্দী এর মুখোমুখি আই নিউজ বিডি। গত ৮ জুন নীলফামারীর ডোমার সোনারায়ে নিজ বাড়ীতে তিনি আই নিউজ বিডির মুখোমুখি হন। এসময় তিনি বলেন দেশের স্বার্থে জাতীয় ঐক্য র বিকল্প নাই। তিনি আরো বলেন মাননীয় প্রধান উপদেষ্টা আগামী বছর এপ্রিল এর প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছেন সেসময় নির্বাচন হলে কিছুটা সমস্যা রয়েছে - যেমন তিনি বলে সে সময় আবহাওয়া, মাধ্যমিক পরীক্ষা, জুনে জাতীয় বাজেট ইত্যাদি । তারপরে ও দেশের কল্যানে ঐক্য বদ্ধ হলে কোন সমস্যাই সমস্যা হবে না।

কলম সৈনিক
45 مناظر · پہلے 6 مہینے

চট্টগ্রাম ১৩ নং ওয়ার্ড খুলশী থানা বিএনপি ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত, এতে উপস্থিত ছিলেন ৯০ এর ছাত্র নেতা'রা। খুলশী থানা বিএনপি নেতা শাহাবুদ্দিন, আমান উল্লাহ আমান, ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা জহিরুল হাসান জীবন, মোজাফফর, আরমান বাবু, ও সেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের নেতা নুর হোসেন গুড্ডু, শোহেব, মীর হোসেন, ছাত্রদল নগর সদস্য সহ নেতৃবৃন্দ

Shahadat Hossain Munsy
18 مناظر · پہلے 6 مہینے

বন্ধ করে শক্তি প্রদর্শন করতে গিয়ে সোডাউন। একটি দুর্ঘটনায় হতে পারে সারা জীবনের কান্না। বন্ধ হোক সমাজের এই শক্তি প্রদর্শনের খেলা।

⁣বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন এর নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের পদভারে মুখরিত


ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Dalowar Khan
22 مناظر · پہلے 6 مہینے

⁣খুলনার ঐতিহাসিক জিয়া হল চত্বরে ১৭মে বিকাল ৩ ঘটিকা,,⁣বিএনপি নেতা জামাত-শিবির নিষিদ্ধের দাবি

SHARIF MIA
8 مناظر · پہلے 6 مہینے

⁣ঈদের শুভেচ্ছা জানিয়েছে দেশবাসীকে তারেক রহমান বিএনপি চেয়ারপার্সন

MD JAHANGIR ALAM
1,038 مناظر · پہلے 6 مہینے

⁣বাজিতপুর প্রতিনিধি: কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনের ভাগিনা এবং দিলালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া নোবেল-এর বিরুদ্ধে সৌদি আরবে থাকা বাংলাদেশি শ্রমিকদের কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চেয়ারম্যান নোবেল গত ৫ই আগস্ট সৌদি আরবে পালিয়ে যান। সৌদিতে গিয়ে তিনি বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন কাজে নিয়োগ দেন। কিন্তু ৩/৪ মাস ধরে শ্রমিকদের পাওনা বেতন পরিশোধ না করে সেই অর্থ আত্মসাৎ করেন। অভিযোগ রয়েছে, এভাবে তিনি প্রায় ২০০ জনের বেশি বাংলাদেশি শ্রমিকের বেতন হাতিয়ে নেন।

ভুক্তভোগী প্রবাসীরা জানান, চেয়ারম্যান কিবরিয়া নোবেল নিজের পরিচয় ও রাজনৈতিক প্রভাব দেখিয়ে তাদের আস্থা অর্জন করেন। তারপর কাজ করিয়ে বেশ কয়েক মাসের বেতন আটকে রাখেন। বেতনের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি নানা আশ্বাস দেন। শেষে হঠাৎ করেই ৫ আগস্ট সৌদি আরবে গা ঢাকা দেন। বর্তমানে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না।

⁣সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।

Dalowar Khan
16 مناظر · پہلے 6 مہینے

⁣প্রফেসর ইউনুস কি খ্রিস্টান বিএনপি নেতা বুলুর অপপ্রচার|| বিশ্লেষণ পিনাকী ভট্টাচার

GM Rashed
14 مناظر · پہلے 6 مہینے

চাঁদপুর-১(কচুয়া) সহ দেশের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন গনঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ গণমাধ্যম বিষয়ক সম্পাদক এনায়েত হাসিব।

M R Jewel
1,708 مناظر · پہلے 6 مہینے

আসাদুজ্জামান খান কামালের ফোনালাপ নিয়ে ভারতীয় মিডিয়ায় তোলপাড়

Golam Maula Rony
131 مناظر · پہلے 6 مہینے

⁣আওয়ামী লীগের জন্য খারাপ খবর ! ফাঁসির মঞ্চে ডাকছে এক ডজন নেতা কে

Rostom Ali
28 مناظر · پہلے 6 مہینے

⁣ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দু'পক্ষের সংঘর্ষে নিহত ১।
রিপোর্টার: মোঃ রুস্তম আলী, যশোর, আই নিউজ বিডি

Md Mamun Monsi
20 مناظر · پہلے 6 مہینے

সুনামগঞ্জের দোয়ারাবাজারে যুবলীগ নেতা ফারুক মিয়া'কে গণধোলাই

Zunayed Khan
24 مناظر · پہلے 6 مہینے

জাতীয় গণতান্ত্রিক পাটি

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন জেলা বিএনপি'র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।

Mohammad Tajul Islam khan
4,561 مناظر · پہلے 6 مہینے

কি ঘটেছিল সেই দিন মামুনুল হকের সাথে?

ferdus Joy
83 مناظر · پہلے 6 مہینے

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা। রংপুর মহানগর আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি এবং ইমরান হোসাইনকে জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর আটক করে। পরে খবর শুনে মধ্য রাতেই রংপুরের পায়রা চত্বর এলাকায় ছুটে আসেন সারজিস।মূলত গত ৩০ মে জাতীয় পার্টির চেয়রাম্যান জিএম কাদেরের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযুক্ত ওই দুই নেতা।

মোঃ নেজাম উদ্দীন
40 مناظر · پہلے 6 مہینے

⁣শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহবায়ক আগামীর বাঁশখালী জননেতা Miskatul Islam Chowdhury Pappa ভাই।
ধন্যবাদ প্রিয় নেতা রেজাউল হক চৌধুরী রেজা ভাই

Ratan Entiser
284 مناظر · پہلے 6 مہینے





সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা
জিয়া,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছুড়ে ফেলে অবমাননার অভিযোগ উঠেছে। বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন সমিতির সভাপতি বিপ্লব সওদাগর। শনিবার বিকালে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তিনি। তবে অভিযোগ ভিত্তিহীন ও সাজানো দাবি করেছেন মিলন ও আমিনুল ইসলাম। জানা যায়,২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর কমিটি গঠনের পর পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে একটি ঘর নিয়ে সমিতির কার্যক্রম চালিয়ে আসছিলেন তারা। অফিসের দেয়ালে জিয়াউর রহমান,খালেদা জিয়া,তারেক রহমানের ছবি রাখা হয়। শুক্রবার সন্ধ্যায় বকশীগঞ্জ বাস মালিক সমিতির কার্যালয় থেকে ছবি গুলো নামিয়ে মাটিতে রাখা হয়। বাস মালিক সমিতির সভাপতি যুবদল নেতা বিপ্লব সওদাগরের অভিযোগ সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এই ঘটনার সঙ্গে জড়িত। তাৎক্ষনিক তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে এর প্রতিবাদ করেন। রাতেই সাধারণ সম্পাদক মিলন ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বাদী সমিতির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির। বাস মালিক সমিতির সভাপতি বিপ্লব সওদাগর বলেন,মিলন ও আমিনুল আওয়ামীলীগের দোসর বলেই তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি মাটিতে ফেলে রেখে অবমাননা করেছেন। তিনি আরো বলেন মিলনের স্ত্রী ছিলেন কৃষি বিশ্বদ্যিালয় ছাত্রলীগের পদধারী নেতা। কোঠায় প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছেন। স্ত্রীর দাপট দেখিয়ে বেকার মিলন এখন অর্ধশত কোটি টাকার মালিক। ১০ টি গাড়ি একাধিক বাড়ির মালিক বনে গেছেন মিলন। তাই দুর্নীতিবাজ মিলন ও আমিনুলকে দ্রুত গ্রেফতার করতে হবে। অন্যথায় নেতাকর্মীদেও সাধে নিয়ে তাদের বিরুদ্ধে কঠোন আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তিনি।

তবে এই অভিযোগ সাজানো দাবি করেছেন সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন। মাহমুদুল হাসান মিলন বলেন,বিপ্লব সওদাগরের কোন বাস নেই,আমার গাড়ি দিয়েই সে মালিক সেজেছে। তিনি সবাইকে বাদ দিয়ে একক ভাবে সব কিছু করেন। আমাকে হেয় করতে ছবি অবমাননার মিথ্যা নাটক সাজিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহাম্মেদ বলেন,অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Shojol Ahmed
387 مناظر · پہلے 6 مہینے

⁣মোবাইল চুরি'র ঘটনাকে কেন্দ্র করে আশুগঞ্জের খড়িয়ালা দুই চাতাল কলের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ।

মোঃ নেজাম উদ্দীন
920 مناظر · پہلے 6 مہینے

⁣বাঁশখালীর চাম্বল ইউনিয়নে জলাবদ্ধতা: বাসিন্দাদের দুর্ভোগ চরমে

Rostom Ali
714 مناظر · پہلے 6 مہینے

⁣যশোরে বিএনপি'র নেতাকর্মীর মারধর করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Adit Hasan
7 مناظر · پہلے 6 مہینے

⁣"টিকে থাকা অসম্ভব: ধ্বংসের দিকে ক্ষমতার খেলোয়াড়েরা"

থাম-ক্ষমতার দম্ভ আর থাকেনা চিরকাল: ধ্বংসের পথে নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী ঘাঁটি

Abdullah Ibne Khalid
808 مناظر · پہلے 6 مہینے

একজন সাধারণ শিক্ষার্থী মনে করেন স্বাধীনতার ৫৩ বছরে যারা রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন তারা সকলে লুটপাট করেছে। তাই তিনি মনে করেন ডক্টর মুহাম্মদ ইউনুস কে আরো সময় দিতে হবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে।

হাসিনুজ্জামান মিন্টু,,
6 مناظر · پہلے 6 مہینے

⁣রানীশংকৈল উপজেলার বিএনপি'র সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাস্টার এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত

ফরহাদ হোসেন
5,504 مناظر · پہلے 6 مہینے

⁣চট্টগ্রাম প্রেসক্লাব থেকে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালিয়েছে, বামেরা

Salahuddin Ahmed
5,919 مناظر · پہلے 6 مہینے

২৮ মে, দিনাজপুরের ইন্সটিটিউট চত্তরে আয়োজিত জনসভায় বক্তব্য দেন ⁣ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মুহম্মদ রেজাউল করীম।

Mohammad Fakrul Moula
150 مناظر · پہلے 6 مہینے

⁣তারুন্যের সমাবেশ থেকে/বিএনপি'র সমাবেশ ২৮ শে মে ২০২৫,পল্টন বি এন পি কেন্দ্রিয় কার্যালয়।

Abdullah Ibne Khalid
9 مناظر · پہلے 6 مہینے

তারুণ্যের রাজনৈতিক সমাবেশে আসতে শুরু করেছে রাজধানী, ঢাকা , সিলেট, কুমিল্লা বিভাগের ছাত্রদল, যুবদল, ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আসতে শুরু করেছে । এছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও নানা রঙ্গে ও ঢঙ্গে উপস্থিত হতে দেখা গেছে। প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

a m abdul wadud
7,949 مناظر · پہلے 6 مہینے

⁣শেরপুরে সাবেক ভূমি মন্ত্রী স্ত্রীসহ আটক


এ এম আব্দুল ওয়াদুদ শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর সাব রেজিস্ট্রারের কার্যালয় থেকে সাবেক ভূমি মন্ত্রী ও জামালপুর সদর ৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হিরাকে স্ত্রী সহ আটক করেছে পুলিশ। আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে তাকে আটক করা হয়েছে।


গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার সাব রেজিস্ট্রারের কার্যালয়ে জমি বিক্রির সময় তাকে আটক করা হয়। এসময় ছাত্র জনতা, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ মিছিল করে এবং শাস্তির দাবী জানান।


পরে পুলিশ তাদের আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। এসময় তার সাথে তার স্ত্রী সাথে ছিলেন।

Belhaj Badhon
10 مناظر · پہلے 7 مہینے

⁣⁣নাটোরের বড়াইগ্রামে যুবদল নেতার ৫০ হাজার টাকা চাওয়ার কল রেকর্ড ফাঁ/স

Abdullah Ibne Khalid
9,140 مناظر · پہلے 7 مہینے

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের মানুষের ভাবনা কি তারা কি নির্বাচন চান নাকি সংস্কার? রাজধানীর বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ কে প্রশ্ন করা হলে সাধারণ মানুষ এর প্রতিক্রিয়া তুলে ধরা হলো।

Juwel Hossain
21 مناظر · پہلے 7 مہینے

⁣প্রধান উপদেষ্টা ক্ষমতা দীর্ঘায়িত করতে চান না: মাহমুদুর রহমান মান্না

Abdullah Ibne Khalid
41 مناظر · پہلے 7 مہینے

রাজধানীর মোহাম্মদপুরের একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে ডঃ মুহাম্মদ ইউনুস সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি যতদিন বেঁচে থাকবে ততদিন তার কাছ থেকে খেদমত নেওয়া উচিত তাহলে দেশ জাতি উপকৃত হবে। কিন্তু আফসোস করে বলেন আমরা হলাম অকৃতজ্ঞ জাতি তাই তার খেদমত নিতে পারছি না।

Md Tawfique Omer
26 مناظر · پہلے 7 مہینے

চট্টগ্রামের কর্ণফুলীর মজ্জ্যেরটেকে এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ।

Belhaj Badhon
35 مناظر · پہلے 7 مہینے

⁣মেহেদী হাসান নোমানের নেতৃত্বে বড়াইগ্রাম থেকে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগদান

Abdullah Ibne Khalid
9,925 مناظر · پہلے 7 مہینے

বর্তমান অন্তবর্তী কালীন সরকার সম্পর্কে সাধারন মানুষের ধারনা কি জানতে চাইলে সাধারণ মানুষেরা বলেন - তারা দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারে নি তাই তারা ভোট দিতে চায় পাশাপাশি ইউনুস সরকার কে পাশে চায়। তারা মনে করেন ইউনুস সরকার সফল না হলে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে।
মোঃ আব্দুল্লাহ ইবনে খালিদ - সোহেল এর রিপোর্ট।

⁣সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন বিএনপির আয়োজনে সদস্য নবায়ন ফরম বিতরণ করা হয়েছে


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

আই নিউজ বিডি ডেস্ক
21 مناظر · پہلے 7 مہینے

⁣আমরা যে দিনমজুর, গরীব, এই গরীবের জন্য কোন জায়গা থেকে কোন চিকিৎসা নাই

Abdullah Ibne Khalid
18 مناظر · پہلے 7 مہینے

মার্চ ফর ইউনুস কর্মসূচিতে আগত এক সাধারণ নাগরিক মনে করেন জুলাই গণঅভ্যুত্থান এর সাফল্যকে হত্যা করতে চায় বর্তমান রাষ্ট্রপতি তার সাথে সেনাপ্রধানের ইন্ধন রয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ। আজ শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইউনুস কর্মসুচী অনুষ্ঠিত হয় বিকেল ৩.৩০ মিনিট সাধারণ মানুষের ব্যনারে এ কর্মসুচী অনুষ্ঠিত হয় আগত ছাত্রজতা মনে করেন বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করে ডঃ মুহাম্মদ ইউনুস কে পাচ বছরের জন্য রাষ্ট্রপতি করা উচিত। এ সময় বিভিন্ন স্লোগানে শ্লোগানে মুখরিত হয়।

Abdullah Ibne Khalid
5 مناظر · پہلے 7 مہینے

ডক্টর মুহাম্মদ ইউনুস কে রাষ্ট্রপতি করার দাবিতে মার্চ ফর ইউনুস কর্মসুচী চলছে জাতীয় জাদুঘরের সামনে। বিকেল ৩০৩০ মিনিটে সকল নাগরিকদের অংশগ্রহণ জাতীয় সরকার গঠন সহ পাচ দফা দাবি আদায়ের লক্ষে এ কর্মসূচি চলছে এ সময় বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে তারপরে ডঃ মুহাম্মদ ইউনুস কে রাষ্ট্রপতি করে জাতীয় সরকারের দাবি জানিয়ে শ্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন আগত শিক্ষার্থীরা।

Mamun Sorder
208 مناظر · پہلے 7 مہینے

⁣ড. ইউনূসের এর ভুয়া পদত্যাগ শুনে বিএনপি নেতাদের বাড়িতে জামাতের হামলা

Mamun Sorder
158 مناظر · پہلے 7 مہینے


বিএনপিকে ভুয়া ভুয়া স্লোগান

Belhaj Badhon
70 مناظر · پہلے 7 مہینے

⁣বড়াইগ্রামের নগর ইউনিয়নে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে বি/ক্ষো/ভ সমাবেশ

Mehedi Hasan
37 مناظر · پہلے 7 مہینے

⁣২৮ মে’র সমাবেশ সফল করতে প্রস্তুত নরসিংদী জেলা যুবদল

Abdullah Ibne Khalid
25 مناظر · پہلے 7 مہینے

⁣ডক্টর মুহাম্মদ ইউনুস সম্পর্কে সাধারণ মানুষের ভাবনা। ( পর্ব ১)

বর্তমানে বাংলাদেশের চলছে অন্তবর্তীকালীন সরকার। এই সরকার সম্পর্কে সাধারণ মানুষের ভাবনা কি আমরা জানতে চেয়েছিলাম সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ মনে করছে রাষ্ট্র সংস্কার করে ইউনুসের মাধ্যমে দেশে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক একটি জাতীয় নির্বাচন সম্ভব। এর জন্য ডক্টর মুহাম্মদ ইউনুস কে আরো সময় দিতে চান সাধারণ মানুষ।।

আই নিউজ বিডি ডেস্ক
23 مناظر · پہلے 7 مہینے

⁣১৭ বছর ধরে হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছে বিএনপি

Mehedi Hasan
8 مناظر · پہلے 7 مہینے

"বুকের ভিতর দল, চোখে রাজপথ"- সাহসী যোদ্ধার নাম মহসিন হোসেন বিদ্যুৎ

আই নিউজ বিডি ডেস্ক
28 مناظر · پہلے 7 مہینے

⁣মেয়র হবেন না বলছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে বাজছে প্রচারণার ঢোল!

আই নিউজ বিডি ডেস্ক
21 مناظر · پہلے 7 مہینے

⁣বর্তমানে বিএনপি আওয়ামী লীগের টাকায় চলছে

আই নিউজ বিডি ডেস্ক
27 مناظر · پہلے 7 مہینے

⁣যে কর্মীরা তাদের নেত্রীর বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরাইতে পারে নাই তারা আজ সরকার ফেলে দিচ্ছে

আই নিউজ বিডি ডেস্ক
6 مناظر · پہلے 7 مہینے

⁣জুলাই আন্দোলনকে বিক্রি করেছে যারা, ইশরাক হোসেন আসলে তাদের দিন শেষ!

আই নিউজ বিডি ডেস্ক
19 مناظر · پہلے 7 مہینے

⁣বাংলাদেশে আরেকটি নতুন ফ্যাসিস্ট সরকার আসতে যাচ্ছে

আই নিউজ বিডি ডেস্ক
23 مناظر · پہلے 7 مہینے

⁣মেয়র আমি হইনি, মেয়র হয়েছেন ঢাকার মানুষ: ইশরাক

আই নিউজ বিডি ডেস্ক
10 مناظر · پہلے 7 مہینے

⁣৩২ বছরের ঘুম ভাঙলো! জাবিতে আসছে জাকসু নির্বাচন, কেমন হবে ছাত্র নেতৃত্ব?

আব্দুল্লাহ আল মামুন
9 مناظر · پہلے 7 مہینے


বিএনপিকে ভোট ডাকাত বললেন এনসিপির নেতা

⁣সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার সদস্য নবায়ন ফরম বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

আই নিউজ বিডি ডেস্ক
21 مناظر · پہلے 7 مہینے

⁣তারেক রহমান যে কোন সময় দেশে আসতে পারে,দেশে নির্বাচন দরকার

Rabiul Alam
6 مناظر · پہلے 7 مہینے

⁣মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।


বিএনপির রাজনীতি চলে আওয়ামীলীগের টাকা দিয়ে এনসিপি মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ'র এমন বক্তব্যর প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহরের দাবী জানিয়েছেন বিএনপি।
সোমবার (১৯ মে) বিকালে কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর বিএনপির।
সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম সেলিম ভূঁইয়া বলেন, গত শুক্রবার (১৬ মে) কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন কুমিল্লায় বিএনপি'র রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে'। হাসনাত আব্দুল্লাহ'র বক্তব্য শিশুসুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্কতার কারণে শিশুসুলভ বক্তব্য দিয়েছেন। তাহার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি।
তিনি আরো বলেন, হাসনাত আব্দুল্লাহকে রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হবে এবং অন্য দল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হবে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপি'র কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়।
তিনি আগামী সাত দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় কোন অনুষ্ঠান হাসনাত আব্দুল্লাহকে করতে দেওয়া হবেনা।
কেন্দ্রিয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়ার পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার পরিষদের সদস্য সাবেক এমপি আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবুসহ অন্যরা।

সুভাষ মজুমদার
32 مناظر · پہلے 7 مہینے

⁣উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কুশপুত্তুলিকাতে জু-তার মালা পরিয়েছে ইশরাক সমর্থকরা

Al Mamun Gazi
84 مناظر · پہلے 7 مہینے

⁣খুলনায় বিশাল সমাবেশে নেতাকর্মীদের ঢল

প্রতিবেদন: আল মামুন গাজী

খুলনা, ১৭ মে:
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে খুলনায় আজ এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির তরুণ নেতা আসাদুজ্জামান জনি ও মাছুম হোসেন বিশ্বাসের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে খুলনা বিভাগের বিভিন্ন থানা, ওয়ার্ড এবং উপজেলা থেকে শত শত নেতাকর্মী অংশ নেন।

সমাবেশস্থলে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর প্রধান সড়ক ও সমাবেশস্থল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “আজ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হুমকির মুখে। সরকার সব ধরনের ভিন্নমত দমন করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, দুর্নীতি ও আইনের শাসনের অভাবে সাধারণ মানুষ দিশেহারা। এমন বাস্তবতায় রাজপথই এখন জনগণের মুখপাত্র।”

তিনি আরও বলেন, “আমাদের আন্দোলন একা বিএনপির নয়—এটি জনগণের আন্দোলন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদের সংগ্রাম চলবে।”

আসাদুজ্জামান জনি বলেন, “আমরা কোনো গুজব বা ষড়যন্ত্রে নয়, সত্য ও ন্যায়ের পথে আন্দোলন করছি। দেশকে বাঁচাতে হলে এই দুঃশাসনের অবসান ঘটাতে হবে।”

মাছুম হোসেন বিশ্বাস বলেন, “খুলনা বিভাগের মানুষ বারবার প্রমাণ করেছে, তারা অন্যায়ের বিরুদ্ধে। আজকের এই সমাবেশই আগামী দিনের আন্দোলনের ভিত্তি গড়ে দেবে।”

Mamun Sorder
1,550 مناظر · پہلے 7 مہینے

⁣আসাদগেট থেকে ধানমন্ডি ৩২ হয়ে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় পার্টি অফিস অভিমুখে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ...

Akhi Islam
29 مناظر · پہلے 7 مہینے

⁣বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়ছে ছাত্রদল

M A Eusuf Ali
8 مناظر · پہلے 7 مہینے

⁣পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশন শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন
এম এ ইউসুফ আলী, পটুয়াখালী।
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৮ম পর্যায়ের প্রকল্প দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ সালের বকেয়া বেতন ভাতা প্রদান সহ পাঁচ দফা দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছেন ইসলামিক ফাউন্ডেশন শিক্ষকরা । শনিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষকদের দাবি, কোরবানির ঈদের বোনাসসহ ৬ মাসের বকেয়া বেতন পরিশোধ করা হোক এবং বেতন বৃদ্ধিসহ রাজস্ব খাতে তাদের চাকরি করা হোক এই দাবি তোলেন তারা।মানববন্ধনে প্রায় এক হাজার শিক্ষকরা অংশ নেয়।
মানববন্ধনে শিক্ষকরা জানান, বিগত সাতটি পর্যায়ে এই প্রকল্প সফলভাবে পরিচালিত হয়েছে। এটি শিক্ষার্থীদের মধ্যে কোরআন শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিক্ষকরা দীর্ঘদিনের বেতন বকেয়া ও ন্যায্য বেতন বৃদ্ধি না হওয়ায় আর্থিক সংকটে ভুগছেন।তারা দ্রুত প্রকল্প অনুমোদন ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী ফিল্ড অফিসার মোঃ জাহিদুল ইসলাম, পটুয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল নাহিয়ান। ফিল্ড সুপারভাইজার,মোঃ সিরাজুল ইসলাম,মোঃ শফিউল্লাহ,মোঃ ওজায়ের হোসেন প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন। তারা সতর্ক করে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন।
৫ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের
৮৮ হাজার শিক্ষক-কর্মচারী। প্রতি মাসে মাত্র পাঁচ হাজার টাকা বেতন পান তাঁরা। সেটাও বন্ধ রয়েছে গত জানুয়ারি থেকে। এসব কেন্দ্রের শিক্ষকদের বেশির ভাগই মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে তাই কঠিন হয়ে পড়েছে তাঁদের। পটুয়াখালীর জেলায় ১১হাজার ১শত ১০জন শিক্ষক রয়েছে।
তাদের পাঁচটি দাবী হলো
১, জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ হতে প্রকল্প অনুমোদন করতে হবে এবং ঈদুল আযহার পূর্বে সকল বেতন ভাতা পরিষদ করতে হবে।
২. প্রকল্পে তৃতীয় থেকে সপ্তম পর্যায় পর্যন্ত কর্মরত বিদ্যমান জনবলকে রাজস্ব খাদ্যভুক্ত করতে হবে।
৩. সপ্তম পর্যায়ে প্রকল্পের বিদ্যমান জনবল কে স্বয়ংক্রিয়ভাবে অষ্টম পর্যায় প্রকল্পে হস্তান্তর করতে হবে।
৪. কেয়ারটেকার ও কর্মীদেরকে স্কেল ভুক্ত করতে হবে।
৫. শিক্ষকদের সম্মানী ভাতা বৃদ্ধি করতে হবে।

Abdulmalek
8 مناظر · پہلے 7 مہینے

⁣গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন কদমতলী থানার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে বক্তব্য রাখছেন গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসু'র সাবেক ভিপি নুরুল হক নূর

GK Shohag
82 مناظر · پہلے 7 مہینے

⁣এখন রাত তিনটা, ⁣মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার ডিওএইচএসের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। কিন্তু কেন?
শুনুন তার কাছ থেকেই...

Rabiul Alam
45 مناظر · پہلے 7 مہینے

⁣আওয়ামী লীগের টাকায় বিএনপিসহ সব দলের রাজনৈতিক কার্যক্রম চলছে: কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহ

MD JAHANGIR ALAM
23 مناظر · پہلے 7 مہینے

⁣কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বাজিতপুরে ছাত্রদলের সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Belhaj Badhon
9 مناظر · پہلے 7 مہینے

⁣বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে বড়াইগ্রামে তারুণ্য নির্ভর বাংলাদেশ চাই-এর আহ্বায়ক মেহেদী হাসান নোমানের নেতৃত্বে প্রচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Jahid sumon Crime Correspondent
47 مناظر · پہلے 7 مہینے

⁣জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রেক্ষিতে আয়োজিত বৈঠক শেষে উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, দাবিগুলোর বিষয়ে প্রশাসন গুরুত্ব সহকারে আলোচনা করেছে। বৈঠকে দাবিগুলোর বাস্তবতা ও সম্ভাব্য করণীয় নিয়ে মতবিনিময় হয়। তিনি বলেন, শিক্ষার্থীদের উদ্বেগ প্রশাসন বুঝতে পারছে এবং আলোচনার ভিত্তিতে যৌক্তিক সমাধানের পথ খোঁজা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

Alamin hosen suvo
58 مناظر · پہلے 7 مہینے

আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে শাহবাগ অবস্থান করছে জুলাই আহতরা , তাদের দাবি আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করলে চলবে না তাদেরকে পুরোপুরি ভাবে নিষিদ্ধ করতে হবে। এবং জুলাই সনদ জারি করতে হবে

MD JAHANGIR ALAM
44 مناظر · پہلے 7 مہینے

⁣রাতে আওয়ামিলীগ নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জের বাজিতপুরে ছাত্র জনতার তাৎক্ষণিক আনন্দ মিছিল।

Nazmul Mia
27 مناظر · پہلے 7 مہینے

আওয়ামী লীগ নিষিদ্ধকরণ করার দাবিতে শেরপুর জেলা ছাত্র জনতার বিক্ষোভ মিছিল। উপস্থিত ছিলেন খান তালাত মাহমুদ রাফি।

Mamun Sorder
57 مناظر · پہلے 7 مہینے

⁣অবশেষে নিষিদ্ধ হলো আওয়ামী লীগ! উল্লাসে মেতে উঠেছে ছাত্র-জনতা। সরাসরি....




Showing 15 out of 16