লাইক দিন পয়েন্ট জিতুন!
Corti Creare

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ঐতিহ্যবাহী দরগাহ রাহাতীয়া নক্সবন্দীয়া দরবারের ভক্ত মুরিদদের উদ্যোগে বিশাল জুলুস অনুষ্ঠিত হয় শুক্রবার(৬ সেপ্টেম্বর)।
উক্ত দরবার শরিফের শাহজাদা মাওলানা ওবায়দুল মোস্তফা নইমীর নেতৃত্বে জুলুসটি উপজেলার মরিয়ম নগর থেকে শুরু হয়ে পোমরার গোচরা চৌমুহনী বাজার সংলগ্ন নইমীয়া তৈয়বীয়া ফাজিল মাদ্রাসার মাঠে এসে সমাপ্ত হয়।

#নীলফামারী( ডিমলায়) উপজেলায় হিন্দু যুবকের কাছে এক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে
হাবিবুর রহমান উপজেলা প্রতিনিধি ডিমলা
নীলফামারীর (ডিমলায়) গতরাত (১৫-৬-২৫) হিন্দু যুবক সজল কুমার ঘোষ কে আটক করে জোরপূর্বক এক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে জেলা ও উপজেলা ছাত্রদল-যুবদলের নেতাদের বিরুদ্ধে।
ভুক্তভোগী সজল জানান, যুবদল নেতা কামরুজ্জামান কামরুল চা খাওয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে গাড়িতে তুলে নীলসাগরে নিয়ে যান। সেখানে তাকে হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয় এবং না দিলে পুলিশের হাতে তুলে দেওয়ার ভয় দেখানো হয়। পরে জেলা ছাত্রদল সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের মধ্যস্থতায় ৩০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। বাসায় আসার পর ডিমলা উপজেলার ছাত্রদের সদস্য সচিব রাসেল সরকারের বাড়ির গরু বিক্রি করে ৭০ হাজার টাকা নিয়ে যায় ও গ্রেফতারের ভয় দেখায়