Kratke hlače Stvoriti

হবিগঞ্জ: স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে এসো মিলি প্রাণের বন্ধনে’ স্লোগানে শতবর্ষী হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের ১৯১৩ থেকে ২০২৫ পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে এক আনন্দমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদযাপন পরিষদের আহ্বায়ক এডভোকেট আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ মুশফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি, সাবেক ও বর্তমান শিক্ষকদের ফুল দিয়ে এবং সম্মাননা ক্রেস্ট দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা বরণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী ইকবাল। এসমসয় কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, সাংবাদিক ফজলুর রহমান, ডা.জিতু মিয়া, ব্যাংকার নোমানসহ প্রাক্তন শিক্ষার্থীরা বক্তৃতা করেন।

এদিকে পুনর্মিলনী উৎসবে প্রাক্তন শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন তারা ফিরে গেছেন নিজেদের শৈশবে। পুরোনো বন্ধুদের সঙ্গে আবার একত্রিত হতে পেয়ে তাদের সব ক্লান্তি যেন দূর হয়ে গিয়েছিল। একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন দ্বার তৈরি করছিলেন তারা এবং আনন্দময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছিল।

আলোচনা শেষে শিক্ষাজীবনের স্মৃতিচারণ, নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনে নতুন মাত্রা যোগ করেছে। সেখানে একে অপরের সঙ্গে আনন্দে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা, এবং সবার মধ্যে এক অনন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়।অনুষ্ঠানে হবিগঞ্জ নিত্য নিকেতন, নিত্যকুড়ি নৃত্যালয় সম্মাননা ক্রেস্ট গ্রহন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী ইকবাল বলেন, হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের বাসভবন ও কলেজের পুকুরসহ জমি বে-দখল হয়েছে তা খুবই দুঃখজনক। একটা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখল এটা কোনো ভাবেই গ্রহনযোগ্য বিষয় হতে পারে না, জমি দখলমুক্ত ও পুনরুদ্ধার করতে সবরকম সহায়তার আশ্বাস দেন তিনি।

তারিখঃ ১১ জুন ২০২৫

AK KAWSUR

0

0

379

⁣উদ্দেশ্য কিন্তু অন্যকিছু

Akm Kaysarul Alam

0

0

19

⁣নোয়াখালীতে মর্মান্তিক দুর্ঘটনা: মাইক্রোবাস খালে পড়ে ৭ জনের মৃত্যু | Noakhali Accident | বেগমগঞ্জ

আজ, ৬ আগস্ট ২০২৫, ভোর সাড়ে ৫টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব চন্দ্রগঞ্জের জগদিশপুরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। তারা ঢাকা বিমানবন্দর থেকে ওমান প্রবাসী এক আত্মীয়কে বরণ করতে গিয়েছিলেন। এই tragic accident-এর বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি দেখুন। আমরা সকলের আত্মার শান্তি কামনা করছি। Stay updated with the latest news! সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।

Keywords: নোয়াখালী দুর্ঘটনা, মাইক্রোবাস খালে পড়া, বেগমগঞ্জ, চন্দ্রগঞ্জ, Noakhali accident, tragic incident, Bangladesh news,
#নোয়াখালী_দুর্ঘটনা #বেগমগঞ্জ #মাইক্রোবাস_দুর্ঘটনা #noakhaliaccident #bangladeshnews #tragicincident #চন্দ্রগঞ্জ #latestnews #roadaccident

পুলক শেখ

0

0

2,631

আশুলিয়ার জামগড়া এই রাস্তা দেখে যে কেও মনে করতে পারে এটি কোন এক জায়গার ধ্বংসস্তূপ, কিন্তু আসলে এটি একটি রাস্তা। যা কিনা এইখানের মানুষ এর ভোগান্তির অন্যতম কারণ।

Md Abir Hasssn

0

0

17

⁣কুয়াকাটায় ফটোগ্রাফারদের স্টুডিও বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন ও কর্মবিরতি। প্রশাসনের হস্তক্ষেপে সমাধান।

Liton Das

0

0

11