Quần short Tạo ra

হবিগঞ্জ: স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে এসো মিলি প্রাণের বন্ধনে’ স্লোগানে শতবর্ষী হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের ১৯১৩ থেকে ২০২৫ পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে এক আনন্দমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদযাপন পরিষদের আহ্বায়ক এডভোকেট আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ মুশফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি, সাবেক ও বর্তমান শিক্ষকদের ফুল দিয়ে এবং সম্মাননা ক্রেস্ট দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা বরণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী ইকবাল। এসমসয় কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, সাংবাদিক ফজলুর রহমান, ডা.জিতু মিয়া, ব্যাংকার নোমানসহ প্রাক্তন শিক্ষার্থীরা বক্তৃতা করেন।

এদিকে পুনর্মিলনী উৎসবে প্রাক্তন শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন তারা ফিরে গেছেন নিজেদের শৈশবে। পুরোনো বন্ধুদের সঙ্গে আবার একত্রিত হতে পেয়ে তাদের সব ক্লান্তি যেন দূর হয়ে গিয়েছিল। একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন দ্বার তৈরি করছিলেন তারা এবং আনন্দময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছিল।

আলোচনা শেষে শিক্ষাজীবনের স্মৃতিচারণ, নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনে নতুন মাত্রা যোগ করেছে। সেখানে একে অপরের সঙ্গে আনন্দে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা, এবং সবার মধ্যে এক অনন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়।অনুষ্ঠানে হবিগঞ্জ নিত্য নিকেতন, নিত্যকুড়ি নৃত্যালয় সম্মাননা ক্রেস্ট গ্রহন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী ইকবাল বলেন, হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের বাসভবন ও কলেজের পুকুরসহ জমি বে-দখল হয়েছে তা খুবই দুঃখজনক। একটা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখল এটা কোনো ভাবেই গ্রহনযোগ্য বিষয় হতে পারে না, জমি দখলমুক্ত ও পুনরুদ্ধার করতে সবরকম সহায়তার আশ্বাস দেন তিনি।

তারিখঃ ১১ জুন ২০২৫

AK KAWSUR

0

0

381

⁣📚 পড়াশোনার চাপের মাঝেও চাই একটু ফুরফুরে সময় আর হাসি–আনন্দ!
এই ভিডিওতে পাবেন হালকা বিনোদন, মজার ক্লিপস আর দারুণ ফানি মুহূর্ত, যা আপনার মন ভালো করে দেবে। ❤
👉 পড়াশোনার পাশাপাশি দেখুন আর উপভোগ করুন ছোট্ট কিছু আনন্দের মুহূর্ত।

Md Hamidul Islam

0

0

15

#eid2025

Akm Kaysarul Alam

0

1

29

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দাঁতমারা বাজারে বিশাল গরু বাজারের ভিডিও ফুটেজ।

Azizur Rahman

0

0

13

নেত্রকোনায় বিয়ের বাস সড়ক থেকে ক্ষেতে পড়ে গিয়ে একজন বরযাত্রী নিহত হয়েছেন।এত আহত হয়েছেন আরো ৭জন।

শুক্রবার দুপুরে জেলার আটপাড়া উপজেলা থেকে বাসটি বিয়ের অনুষ্ঠানে সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের বনগাও যেতে ছিল। পথিমধ্যে নেত্রকোনা - মৌগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Bijoy Chandra Das

0

0

11

চাঁদপুরের কচুয়া বিশ্বরোড ফায়র সার্ভিস মোড়ে ছাত্রসেনার সাবেক সভাপতি মাওলানা রইস উদ্দিনকে বলৎকারের অভিযোগে গণধোলাই উত্তর গ্রেফতার ও জেল হাজতে মৃত্যু প্রতিবাদে ২৯ এপ্রিল আহলে সুন্নাত ওয়াল জামাত বিক্ষোভ মিছিল করেছে।

shahadat hossain Munsy

0

1

15