close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Шорты создать

⁣বাগেরহাটে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি শিকদার উজির আলী এবং প্যানেল চেয়ারম্যান জুয়েল এর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গাংনী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য জাকির বিশ্বাস, ৫নং ওয়ার্ড সদস্য ফারুক আহমেদ, ৬নং ওয়ার্ড সদস্য মো. হান্নান, ৭নং ওয়ার্ড সদস্য আলী আহমেদ শেখ, ৮নং ওয়ার্ড সদস্য হাফিজুর রহমান ও ৯নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমানসহ এলাকাবাসী।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শিকদার উজির আলী স্বেচ্ছাচারিতা শুরু করেছেন। তিনি ইউনিয়নের জনগণের কোনো সেবা দেন না, বরং সেবা নিতে গেলে ঘুষ দিতে হয়। ট্যাংকি, টিউবওয়েলসহ বিভিন্ন প্রকল্পের নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া পরিষদে তিনি নিয়মিত আসেন না, ফলে ইউনিয়নের জনগণ বঞ্চিত হচ্ছে মৌলিক সেবা থেকে।

৭নং ওয়ার্ড সদস্য আলী আহমেদ শেখ অভিযোগ করে বলেন, “চেয়ারম্যান এত বেশি স্বেচ্ছাচারিতা করেছে যা বর্ণনা করা কঠিন। পরিষদের ব্যাংকে থাকা প্রায় ৬ লাখ টাকা তিনি তুলে আত্মসাৎ করেছেন। এমনকি আড়াই বছর ধরে ইউপি সদস্যদের সম্মানী ভাতা দেননি।”

বক্তারা যেকোনো মূল্যে বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করে ইউনিয়নে প্রশাসক নিয়োগের দাবি জানান। তাদের মতে, এভাবে চলতে থাকলে ইউনিয়নের সাধারণ মানুষ আরও সেবা থেকে বঞ্চিত হবে এবং দুর্নীতির শিকার হবে।

Nazrul Islam

0

0

2

⁣বরিশালে নাহিদ ইসলাম বললেন,⁣বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করেই ঘরে ফিরবো

Mahamud Mithu

0

0

44,590

⁣পূর্ব থেকে পশ্চিম স্লোগানে শুধু ফি লি স্তি ন #ফিলিস্তিন #ইসরাইল #ইসরায়েল

Akm Kaysarul Alam

0

0

18

বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ>
ফরিদপুর জেলা নগরকান্দা মাশাজান নামে ফরিদপুর ভাঙ্গা হাইওয়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এত ট্রাকের ড্রাইভার পা ভেঙে যায় এবং হেল্পার গুরুতর আহত হয় দুজনেই ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটাল ভর্তি।

Bablu Munsi

0

0

12

⁣কচুয়া দিশারী মেডিকেল (নরমাল ডেলিভারি) সেন্টার ও দিগন্ত দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল কেম্প অনুষ্ঠিত।।

shahadat hossain Munsy

0

2

17