close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

উপকূলের কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ

Ranajit Barman avatar   
Ranajit Barman
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুর্যোগপ্রবণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মর্যাদাসম্পন্ন, সুস্থ ও নিরাপদ জীবনযাপনে লিডার্সের উদ্যোগে এ ডিগনিটি কিট বিতরণ করা হয়।  ..

 উপকূলের কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি: উপকূলের সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় কিশোরীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুর্যোগপ্রবণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মর্যাদাসম্পন্ন, সুস্থ ও নিরাপদ জীবনযাপনে লিডার্সের উদ্যোগে এ ডিগনিটি কিট বিতরণ করা হয়।  

গাবুরা ইউনিয়ন পারিষদ ভেন্যুতে সোমবার (১৬ জুন)  ডিগনিটি কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়ন পরিষদ (৭,৮,৯) ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ফরিদা পারভীন।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, লিডার্স-এর ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী সুব্রত অধিকারী। অনুষ্ঠানে মাসিকের স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করেন, সুলতা রানী সাহা, প্রকল্প কর্মকর্তা, আকতার হোসেন ও অভিভাবক তানিয়া সুলতানা।

প্রধান অতিথি বলেন,  নারীদের স্বাস্থ্য, সুরক্ষা এবং আত্মসম্মান রক্ষায় এই কিট একটি গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ। এটি শুধু উপকরণ নয় বরং সম্মানজনক জীবনের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।
বিতরণকৃত ডিগনিটি কিটের মধ্যে রয়েছে প্রয়োজনীয় জিনিস-পত্র যেমন, স্যানিটারি প্যাড, সাবান,বালতি সহ আরো অনেক কিছু।
ছবি- সুন্দরবন উপকূলে কিশোরীদের মাঝে বিতরণকৃত ডিগনিটি কিট।  

 

No comments found


News Card Generator