close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

উলিপুর গ্রামে তাড়াশে নিহত মৃত তুফান ডাক্তারের ছেলে রাশিদুলের হত্যা ঘটেছে। খুনি অপরিচিত হলেও এলাকাবাসী দাবি করছেন শাস্তি।..

Md Nayem avatar   
Md Nayem
মোঃ নাঈমের ডেক্সরিপোর্ট নিয়ে তারাশ প্রতিনিধির একটি বিস্তারিত রিপোর্ট।




মোঃ নাঈম তারাশ প্রতিনিধি হিসেবে একটি গুরুত্বপূর্ণ ডেক্সরিপোর্ট প্রদান করেছেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে..
উলিপুর গ্রামের মৃত তুফান ডাক্তারের ছেলে বর্তমান তাড়াশ নিবাসী রাশিদুল(৪৫)কে তাড়াশ পৌর এলাকার আসান বাড়ি নামক স্থানে গতরাতে অর্থাত গত শনিবার ১৮/০৪/২০২৫ইং জবাই করে হত্যার পর তার পিকআপ (মিনি ট্রাক) ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত রাশিদুল ডাকবাংলা সংলগ্ন বাসিন্দা লিখনের ছোটো ভাই। তাড়াশ বাজারের মুদিখানার ব্যবসায়ী মতিনের শ্যালক। এলার মানুষের দাবি এই হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। খুনি অবশ্যই রাশিদুলের অপরিচিত নয়। অপরিচিত হলে তাকে এভাবে হত্যা করতো না। বলে যানিয়েছেন এলাকাবাশী।
 
Walang nakitang komento


News Card Generator