গত এক বছরে তিন ফিফটি করলে সেঞ্চুরি আসেনি ব্যাট থেকে। সর্বশেষ সেঞ্চুরি এসেছিলো প্রায় দুই বছর আগে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওপেন করতে নেমে দুই ইনিংসে যথাক্রমে ১৭ ও ২২ রান করেছিলেন। অধারাবাহিক লাবুশেন এইবার উইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ থেকে বাদ পরেছেন। নেই স্টিভ স্মিথও। ফাইনালে টেম্বা বাভুমার ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন তিনি।
অস্ট্রেলিয়া স্কোয়াড :
প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবোট, স্কট বোল্যান্ড, আলেক্স ক্যারে, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাট কুনেম্যান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বিউ ওয়েবস্টার।