close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ; শুরু হলো টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ দিয়ে শুরু হলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টায় শুরু হয় ম্যাচ।..

প্রথম চক্রে একটি ম্যাচ ও জিততে পারেনি বাংলাদেশ। তবে দ্বিতীয় চক্রে জিতে একটি ম্যাচ, নিউজিল্যান্ডের বিপক্ষে। সফলতম আসর বলতে সদ্য শেষ হওয়া ২০২৩-২৫ চক্র। যেখানে ৪ টি ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে নাজমুল শান্তর বাংলাদেশ। নতুন চক্রে বাংলাদেশ কেমন করে, তাই এখন দেখার অপেক্ষায়। নাজমুল শান্তর মতে, অন্তত ৬ এ থেকে চলতি চক্র শেষ করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।

শ্রীলঙ্কা একাদশ:

পথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), মিলান রত্নায়েকে, থারিন্দু রথনায়েক, প্রবাথ জয়সুরিয়া ও অসিথা ফার্নান্দো।

Geen reacties gevonden


News Card Generator