প্রথম চক্রে একটি ম্যাচ ও জিততে পারেনি বাংলাদেশ। তবে দ্বিতীয় চক্রে জিতে একটি ম্যাচ, নিউজিল্যান্ডের বিপক্ষে। সফলতম আসর বলতে সদ্য শেষ হওয়া ২০২৩-২৫ চক্র। যেখানে ৪ টি ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে নাজমুল শান্তর বাংলাদেশ। নতুন চক্রে বাংলাদেশ কেমন করে, তাই এখন দেখার অপেক্ষায়। নাজমুল শান্তর মতে, অন্তত ৬ এ থেকে চলতি চক্র শেষ করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।
শ্রীলঙ্কা একাদশ:
পথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), মিলান রত্নায়েকে, থারিন্দু রথনায়েক, প্রবাথ জয়সুরিয়া ও অসিথা ফার্নান্দো।