অভয়নগরের কৃষকদল সভাপতি তরিকুল ইসলাম হ*ত্যা মামলায় শু*টার সুমনকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। গতকাল সোমবার রাতে তাকে উপজেলার চলিশিয়া থেকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ।
Không có bình luận nào được tìm thấy