বগুড়ার সোনাতলায় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী পদ্মরাগ ট্রেনের নীচে পড়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার ২৮শে ডিসেম্বর সকালের দিকে সোনাতলা রেলওয়ে স্টেশনের উত্তরপাশে পৌর এলাকার চমরগাছা (ছয়ঘরিয়া পাড়া) নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মা মোছোঃ রোজিনা বেগম (২৯) ও ছেলে মোঃ ইয়াছির আরাফাত(৮)। তিনারা গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের দোহাইল গ্রামের মোঃ রবিউল ইসলামের স্ত্রী ও ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, মা মোছাঃ রোজিনা বেগম তার দ্বিতীয় শ্রেণির পড়ুয়া ছাত্র আরাফাতকে নিয়ে রেললাইন ধরে সোনাতলায় প্রাইভেট পড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ গামী ট্রেনের নীচে পড়ে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্য হয়।
এ ব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে, তারাই এই ঘটনাটি দেখবে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক একেএম ফজলুর রহমান জানান, আমি থানার ওসি সাহেব এর নির্দেশে ঘটনাস্থল সহ নিহতের পরিবারের বাড়িতে গিয়েছিলাম। পরিবার ও এলাকাবাসী জানায়, সন্তান সহ আত্মাহুতি দেয়া মা মানসিক রোগে দির্ঘদিন যাবত ভুগছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।



















