close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

 ট্রাম্প প্রশাসন ‘ভয়েস অব আমেরিকার’ ১৩০০ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে.....

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
রয়টার্সের সূত্রমতে, শনিবার থেকে  ভয়েস অব আমেরিকার ১ হাজার ৩০০ জনের বেশি কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এ ছাড়া ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের আরও দুটি সংবাদমাধ্যমের তহবিলও বাতিল করেন। ..

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি তহবিলে পরিচালিত সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার মূল প্রতিষ্ঠান এবং আরও ছয়টি ফেডারেল সংস্থাকে কর্মী হ্রাস করার নির্দেশ দিয়েছিলেন। মাইকেল আব্রামোভিচস ( ভয়েস অব আমেরিকার পরিচালক ) বলেন, তার প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৩০০ সাংবাদিক, প্রযোজক ও সহযোগীদের প্রায় সবাইকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। 

এর মাধ্যমে পঙ্গু করে দেওয়া হচ্ছে  প্রায় ৫০টি ভাষায় পরিচালিত এই সম্প্রচারমাধ্যমকে। সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এক পোস্টে আব্রামোভিচ লেখেন, ‘৮৩ বছরের মধ্যে প্রথমবার বহু ভাষাভাষীর ভয়েস অব আমেরিকা নীরব হয়ে যাচ্ছে, এ জন্য আমি গভীরভাবে ব্যথিত। বিশ্বজুড়ে স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখছিল।’

ভয়েস অব আমেরিকার মূল প্রতিষ্ঠান দ্য ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম) তাদের আরও দুই সংবাদমাধ্যম রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি ও রেডিও ফ্রি এশিয়ার বরাদ্দও বাতিল করা হয়েছে। পূর্ব ইউরোপের দেশগুলোতে রেডিও ফ্রি ইউরোপ সম্প্রচারিত হয়। এ ছাড়া ইউক্রেন ও রাশিয়া থেকেও এটি শোনা যায়। রেডিও ফ্রি এশিয়া চীন ও উত্তর কোরিয়ায় সম্প্রচারিত হয়।

জনপ্রিয় একটি সংবাদমাধ্যম ধ্বংস হয়ে যাবে ট্রাম্পের এই নির্দেশে।  কর্তৃত্ববাদী দেশগুলোতেও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে জনপ্রিয় ‘ভয়েস অব আমেরিকা’গত শুক্রবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেন। ওই আদেশে ইউএসএজিএম এবং আরও ছয়টি স্বল্প পরিচিত সংস্থাকে তাদের কার্যক্রমের পরিধি আইন অনুযায়ী সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। আমলাতন্ত্রকে সংকুচিত করতে এটা করা জরুরি বলে জানানো হয়েছে।

১৯৪২ সালে ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠা করা হয় নাৎসি প্রোপাগান্ডার বিরুদ্ধে প্রচার চালাতে। এখনো এক সপ্তাহে ভয়েস অব আমেরিকার গ্রাহক বিশ্বের ৩৬ কোটি মানুষ। একটি গ্রুপ হিসেবে ইউএসএজিএমের কর্মীর সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। কংগ্রেসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে তাদের বাজেট বরাদ্দ ছিল ৮৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

 ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত ভয়েস অব আমেরিকার সাবেক উপস্থাপক ক্যারি লেককে প্রতিষ্ঠানটির নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

No comments found