ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। মঙ্গলবার পরিচালিত এ অভিযানে মোট ১,৭০৯টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ডিএমপি’র তথ্যমতে, ট্রাফিক আইন অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে ২৩০টি যানবাহন ডাম্পিং করা হয় এবং আরও ১১০টি যানবাহন রেকারের মাধ্যমে অপসারণ করা হয়।
ট্রাফিক বিভাগ জানায়, রাজধানীর যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান একটি চলমান কার্যক্রমের অংশ, যা আগামীতেও অব্যাহত থাকবে।
ডিএমপি ট্রাফিক বিভাগ সংশ্লিষ্ট সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে নগরীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।