close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ট্রা ম্পে র যু দ্ধ বি রতি ঘোষণা ‘সম্পূর্ণ মিথ্যা’, ই রা ন

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইরান বলছে, ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা সম্পূর্ণ মিথ্যা। আসল সত্য প্রমাণে প্রতিক্রিয়া দেবে কয়েক ঘণ্টার মধ্যেই। এ নিয়ে মধ্যপ্রাচ্যে ফের বাড়ছে উত্তেজনা।..

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘর্ষের উত্তাল সময়ের মধ্যে হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে আলোচনায় আসেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান ও ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে তা কার্যকর হবে। তবে ট্রাম্পের এই বক্তব্যকে একেবারেই মিথ্যা ও ভুয়া বলছে তেহরান।

ইরানি বার্তা সংস্থা ‘ফার্স নিউজ এজেন্সি’ এক প্রতিবেদনে জানায়, ইরান এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির কোনো প্রস্তাবই পায়নি। বরং এক গোপন সূত্রের বরাত দিয়ে বলা হয়, তারা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এমন প্রতিক্রিয়া দেবে, যা এই ঘোষণা যে মিথ্যা তার প্রমাণ হয়ে দাঁড়াবে।

সূত্রটি আরও জানায়, দোহায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক হামলার পর আমেরিকা আন্তর্জাতিকভাবে অপমানিত বোধ করছে। সেই অপমান আড়াল করতেই এমন ‘যুদ্ধবিরতির নাটক’ তৈরি করেছে যুক্তরাষ্ট্র। ফার্সের দাবি অনুযায়ী, এটি ছিল কেবলমাত্র দৃষ্টি ভিন্ন দিকে ঘোরানোর একটি কৌশল।

প্রসঙ্গত, ফার্স নিউজ এজেন্সি ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কোর (IRGC)–এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, এবং দেশটির রাষ্ট্রীয় অবস্থান উপস্থাপনেই সংস্থাটি সচরাচর সক্রিয় ভূমিকা রাখে।

এর আগে ট্রাম্প বলেছিলেন, “আমরা যুদ্ধ চাই না। ইরান এবং ইসরায়েল দু’পক্ষই শান্তি চায় এবং যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এটা একটি সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি, যা আসন্ন বিপদের অবসান ঘটাবে।”

তবে তেহরানের পক্ষ থেকে এর কোনো আনুষ্ঠানিক সমর্থন না আসায় বিশ্লেষকেরা এই ঘোষণাকে যুক্তরাষ্ট্রের একক প্রচার হিসেবে দেখছেন। বরং তারা মনে করছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের চেয়ে আরও বড় কোনো উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে ট্রাম্পের এই ঘোষণার পেছনে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্পের অবস্থান মজবুত করতে এবং আন্তর্জাতিক পরিসরে ‘শান্তির দূত’ হিসেবে নিজেকে তুলে ধরতেই এই কৌশলী বিবৃতি দেওয়া হয়েছে। যদিও এতে বাস্তব কোনো সমঝোতা হয়নি।

এদিকে ইরান-ইসরায়েল উত্তেজনা চলছেই। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা প্রতিক্রিয়া এবং ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই প্রেক্ষাপটে হঠাৎ করে ‘শান্তি’ ঘোষণার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

তেহরান জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যেকোনো ধরনের সমঝোতা হতে হলে তা হবে নির্দিষ্ট শর্তসাপেক্ষে, এবং আমেরিকার মুখপাত্রের মাধ্যমে তা কখনোই প্রকাশ পাবে না।

ইরান বলেছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তারা এমন একটি কৌশলগত পদক্ষেপ নেবে, যা পুরো বিশ্বকে বুঝিয়ে দেবে— ট্রাম্পের এই ঘোষণা একটি পরিকল্পিত প্রচারণা ছাড়া আর কিছুই নয়।

نظری یافت نشد


News Card Generator