আবেদন করি, ওগো তোমার কাছে
আজীবন তুমি থেকো আমার পাশে।
মিনতি আমার তোমার প্রতি
থেকো হয়ে মোর জীবনের বিশ্বস্ত সাথী ।
অনুনয় করে এতটুকু বলে যাই
নিঃস্বার্থভাবে তোমার ভালোবাসা যেন পাই ।
স্নেহ ভরা কন্ঠে তোমায় বলে যাই
আমি আছি তোমার পাশে, চিন্তা কোনো নাই ।
একরাশ রঙ্গিন স্বপ্ন সাজিয়ে নিয়ে তোমার কাছে
বলবো আমি, তুমি ছাড়া এত আপন আমার কে-বা আছে ।
দু-হাত তুলে সৃষ্টিকর্তার কাছে করি প্রার্থনা
সুখে দুখে পাশাপাশি যেন থাকি দুজনা ।



















