close

লাইক দিন পয়েন্ট জিতুন!

তোমার প্রতি

Md Abu Munif Al Mukim  avatar   
Md Abu Munif Al Mukim
তুলটের লেখকমঞ্চে প্রকাশিত একটি কবিতা

আবেদন করি, ওগো তোমার কাছে
আজীবন তুমি থেকো আমার পাশে।
মিনতি আমার তোমার প্রতি
থেকো হয়ে মোর জীবনের বিশ্বস্ত সাথী ।

অনুনয় করে এতটুকু বলে যাই
নিঃস্বার্থভাবে তোমার ভালোবাসা যেন পাই ।
স্নেহ ভরা কন্ঠে তোমায় বলে যাই
আমি আছি তোমার পাশে, চিন্তা কোনো নাই ।

একরাশ রঙ্গিন স্বপ্ন সাজিয়ে নিয়ে তোমার কাছে
বলবো আমি, তুমি ছাড়া এত আপন আমার কে-বা আছে ।
দু-হাত তুলে সৃষ্টিকর্তার কাছে করি প্রার্থনা
সুখে দুখে পাশাপাশি যেন থাকি দুজনা ।

Keine Kommentare gefunden


News Card Generator