close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

টোলারবাগে ম্যানহোল সংস্কারে উদাসীনতা, ঝুঁকিতে পথচারী ও যান চলাচল..

Md Mehedi Hasan  avatar   
Md Mehedi Hasan
রাজধানীর মিরপুরের টোলারবাগ আবাসিক এলাকার তিন নম্বর গেইট সংলগ্ন বাজার রোডে দীর্ঘদিন ধরে একটি ম্যানহোলের কংক্রিটের ঢাকনা ভেঙে পড়ে রয়েছে। জনবহুল এলাকার এমন গুরুত্বপূর্ণ সড়কে ভাঙ্গা ম্যানহোলটি পথচারী এ..

মোঃ মেহেদী হাসান,ঢাকা (মহানগর প্রতিনিধি):

– রাজধানীর মিরপুরের টোলারবাগ আবাসিক এলাকার তিন নম্বর গেইট সংলগ্ন বাজার রোডে দীর্ঘদিন ধরে একটি ম্যানহোলের কংক্রিটের ঢাকনা ভেঙে পড়ে রয়েছে। জনবহুল এলাকার এমন গুরুত্বপূর্ণ সড়কে ভাঙ্গা ম্যানহোলটি পথচারী এবং যানবাহন চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাসের পর মাস ধরে ম্যানহোলটির অবস্থার কোনো উন্নতি হয়নি। সাময়িকভাবে কাঠ এবং বাঁশের ব্যারিকেড দিয়ে বিপজ্জনক অংশটি চিহ্নিত করা হয়েছে, তবে তা যথেষ্ট নয়। এর ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

এ বিষয়ে স্থানীয় একজন বাসিন্দা জানান, “এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ হেঁটে ও যানবাহন নিয়ে চলাচল করে। ছোট বাচ্চা বা বয়স্ক কারও পড়ে যাওয়ার আশঙ্কা সবসময় থাকে। দেখতেও বিচ্ছরি দেখায়।”

বিস্ময়ের বিষয়, এই দীর্ঘদিনেও টোলারবাগ সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। কারণ হিসেবে স্থানীয় ব্যবসায়ী চিহ্নিত করে বলেন, যদি এই অংশটা টোলারবাগ ৩ নং গেইট এর মধ্যে কোথাও হতো তাহলে দেখতেন কখনোই এই অবস্থায় থাকতো না।

কিন্তু প্রশ্ন থেকে যায়, তাহলে কি বৎসরের পর বৎসর এই অবস্থায় থাকবে রাস্তার অংশটি? হবে না কি কোন সংস্করণ?

 এই পথে চলাচল করেণ কারা? টোলারবাগ আবাসিক এলার বাহিরের লোকজন খুবই কম! অন্যদিকে প্রতিটি বাড়ির মালিক এবং ভাড়াটিয়াকে নিয়মিত মাসিক অর্থ গুণতে হয় টোলারবাগ সমাজ কল্যাণ সমিতির জন্য । যার একটা অংশ সংস্কার ও রক্ষণাবেক্ষণ খাতে ব্যয় হওয়ার কথা।

স্থানীয়রা বলছেন, শুধু বাসিন্দাদের কাছ থেকে টাকা নেয়া নয়, সেই অর্থের স্বচ্ছ এবং যথাযথ ব্যবহারও নিশ্চিত করা উচিত, যাতে সামাজের মানুষের সত্যিই কল্যাণ সাধন হয়।দীর্ঘদিন পথটা এমন অবস্থা থাকায় স্থানীয় প্রশাসন ও  সমাজ কল্যাণ সমিতির অবহেলা ও দায়িত্বহীনতার পরিচয় মিলছে।

অবিলম্বে ম্যানহোল সংস্কারের জন্য স্থানীয় প্রশাসন ও সমাজ কল্যাণ সমিতির দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন নাগরিকেরা, যাতে  কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সত্যকার্থে সমাজের মানুষের কল্যাণ সাধন নিশ্চিত হয়।

Ingen kommentarer fundet


News Card Generator