close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

টোল প্লাজায় যুবদলের হামলার অভিযোগ, আহত পাঁচ : ১৪ লাখ টাকা লুট..

Mamun Sorder  avatar   
Mamun Sorder
লালমনিরহাটে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় সংঘটিত এক ভয়াবহ হামলায় পাঁচজন কর্মী গুরুতর আহত হয়েছেন এবং ক্যাশবাক্স থেকে ছিনতাই হয়েছে প্রায় ১৪ লাখ টাকা। এই ঘটনায় যুবদল নেতার নেতৃত্বে ৪০ জনের একটি সশস্ত্র দল..

ঘটনাটি ঘটে গতকাল বুধবার রাত ৮টার দিকে। টোল আদায়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান মেসার্স রানা কনস্ট্রাকশন-এর পক্ষ থেকে পরিচালকমণ্ডলীর সদস্য মো. নাজমুল আলম লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার প্রধান আসামি মাহফুজার রহমান ওরফে রাজু (৪০), গোকুণ্ডা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। মামলায় তার নেতৃত্বে নাম উল্লেখসহ ১৫ জন ও অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার সূত্রপাত: টোল না দেওয়া নিয়ে বাগবিতণ্ডা

বুধবার বিকেলে যুবদল নেতা মাহফুজার রহমান, ফজলুর রহমান ও আবদুর রহিম মোটরসাইকেলযোগে সেতু পার হওয়ার সময় টোল না দিয়ে চলে যেতে চান। কর্মীরা বাধা দিলে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। তারা হুমকি দেন, তাদের কোনো গাড়ি টোল দেবে না।

রাতেই সশস্ত্র হামলা

রাত ৮টার দিকে দা, ছোরা, রড ও দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা মোটরসাইকেল ও অটোতে করে এসে টোল প্লাজায় হামলা চালান। টোল কর্মী মো. জুয়েল ইসলামকে মারধর করে প্রথম ক্যাশবাক্স থেকে ৫ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেন মাহফুজার।

পরে ম্যানেজার সুরুজ্জামানের কক্ষে ঢুকে তাকে গুরুতর আহত করে মিঠু ও আবদুর রহিম ৮ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেন। আহতদের মধ্যে সুরুজ্জামান ও জুয়েল ইসলাম বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতিবাদ ও তদন্ত

মামলার বাদী নাজমুল আলম বলেন, “এরা এখন আর কোনো দলের লোক নয়, এদের পরিচয় এখন অপরাধী। বিনা উসকানিতে তারা টোল কর্মীদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে ও অর্থ ছিনতাই করেছে।”

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা রেকর্ড হয়েছে, তদন্ত চলছে, আসামিদের গ্রেপ্তার ও অর্থ উদ্ধারে অভিযান চলছে।

Aucun commentaire trouvé