close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল-উল-আযহা: ওসি রফিকুল ইসলাম..

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল-উল-আযহা: ওসি রফিকুল ইসলাম

 

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
পবিত্র ঈদুল-উল-আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টাঙ্গাইলের নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম।

শুক্রবার  (০৬ জুন) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল-উল-আযহা। এই পবিত্র দিনে আমরা স্মরণ করি হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর মহান ত্যাগের কথা, যা আমাদের শিক্ষা দেয় আত্মোৎসর্গ, ধৈর্য ও সহমর্মিতা।”

তিনি আরও বলেন, “ঈদুল আযহার শিক্ষা আমাদের পরস্পরের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। আসুন, সবাই মিলে সামাজিক সম্প্রীতি ও শান্তি রক্ষায় সচেষ্ট হই এবং ধর্মীয় মূল্যবোধকে হৃদয়ে ধারণ করে একটি সহনশীল সমাজ গড়ে তুলি।”

ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম ঈদের সময় নাগরপুর থানার পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন। তিনি বলেন, নাগরপুর থানা পুলিশ ঈদ উদযাপনকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

Inga kommentarer hittades